ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইতালিকে উড়িয়ে দিল মেসিবিহীন আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ২৪ মার্চ ২০১৮

পুরোপুরি ফিট না থাকায় মাঠে নামলেন না দলের সেরা তারকা লিওনেল মিসি। তবুও সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ে সহজ জয় পেল আর্জেন্টিনাই। চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নর।

শুক্রবার রাতে ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে হোর্হে সাম্পাওলির দল।

রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে না পারলেও পারফরম্যান্সে এতটুকু ঘাটতি আসেনি বুফনের দলের। আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত খেললেও গোরের দেখা পায়নি দলটি। অন্যদিকে গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড় না থাকলেও প্রথমার্ধে ইতালিকে দাঁড়াতেই দেয়নি আর্জেন্টিনা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন এভার বানেগা ও মানুয়েল লানসিনি।

প্রথমার্ধের প্রথম ৩০ মিনিট নির্জীব থাকার পর শেষের দিকে ছন্দ খুঁজে পায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৩তম মিনিটে তাগলিয়াফিকোর দুর্দান্ত শট রুখে দেন বুফন। এর ঠিক দুই মিনিট পর ডি মারিয়ার অসাধারণ ডিফেন্স চেরা পাসে গোল করতে ব্যর্থ হন হিগুয়াইন। তার শটও রুখে দেন ইতালির দেয়াল বুফন।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে ইতালি। ম্যাচের ৪৮তম মিনিটে ইনসিনিয়ে আর্জেন্টিনার গোলকিপার কাবালেরোকে একা পেয়েও বল গোলবারের বাইরে মারেন। ম্যাচের ৬০তম মিনিটে আবারও আর্জেন্টিনাকে বাঁচান কাবালেরো। এবার কিরো ইমমোবলের শট রুখে দেন এই চেলসি গোলকিপার। ম্যাচের ৬৪তম মিনিটে পারেদেসের বদলি হিসেবে মাঠে নামেন বানেগা। এতেই যেন দ্বিতীয়ার্ধের বিবর্ণ খেলা প্রাণ ফিরে পায় দলটি।

ম্যাচের ৭৬তম মিনিটে লো সেলসোর ক্রস থেকে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করে বুফনকে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন এভার বানেগা। ম্যাচের ৮৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লানসিনি। লানসিনি পরাস্ত করেন বুফনকে। বলের যোগানদাতা হিগুয়াইন। দুর্দান্ত এই জয়ে বিশ্বকাপে ভালো করার জ্বালানি পেয়ে গেল আর্জেন্টিনা। দুর্দান্ত এই জয়ে বিশ্বকাপের প্রত্যাশা বেড়ে গেল আর্জেন্টিনার। হোক প্রীতি ম্যাচ তবুও মেসি, রোমেরোবিহীন দলটার আত্মবিশ্বাসী হওয়ার জন্য জয়টা যে খুবই দরকার ছিল। মেসিকে ছাড়াও আর্জেন্টিনা যে শক্তিশালী সেটি প্রমাণ করলো সাম্পাওলির দল।

তাই সহজেই ২-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে সাম্পাওলির দল। আগামী মঙ্গলবার আরেক সাবেক চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

সূত্র: গোল ডট কম

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি