ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

অজেয় জার্মানি-স্পেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ২৪ মার্চ ২০১৮

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মান ও সাবেক চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে সমানে সমানে লড়াই হয়েছে। কেউ কাকে ছাড় দেয়নি। তাই জয় কিংবা পরাজয় কোনোটাই ঘটেনি। তবে কোনো দল জয় না পেলেও, আসল জয়তো দর্শকদের। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে দর্শকরা ফিরেছে মনের তৃপ্তি নিয়ে।

জার্মানি ও স্পেনের মধ্যে বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে খেলার প্রথম ৬ মিনিটেই এগিয়ে যায় ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন। স্পেনের মাঝ মাঠের ভরসা আন্দ্রে ইনিয়েস্তার বাড়ানো বলে, স্ট্রাইকার রদ্রিগো খেলার ৬ মিনিটে গোল করে স্পেনকে লিড এনে দেয়। তবে সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্পেন।

খেলার প্রথমার্ধেই জার্মানিকে সমতায় ফেরাপয় থমাস মুলার। ২৫ গজ দূর থেকে নেওয়া শট স্পেনের গোল কিপারকে পরাস্থ করে জালে গিয়ে জড়ায়। এতেই খেলায় ফিরে ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মান। ২০১৬ সালের ইউরোপীয় কাপের পর থেকেই অজেয় থেকেছে দল দুটো। জার্মান ২৩ ম্যাচের একটিতেও হারেনি। অন্যদিকে স্পেনও ১৭ ম্যাচের কোনোটিতে হারেনি। খেলার দ্বিতীয়ার্ধে দুই দলই অক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কেউ গোল করতে পারেনি।

সূত্র: বিবিসি
এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি