ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সিনিয়রদের বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ২৫ মার্চ ২০১৮ | আপডেট: ২০:২৯, ২৫ মার্চ ২০১৮

শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচ চলছে। কিন্তু ঘুরে ফিরে এল আফগানিস্তান সিরিজ প্রসঙ্গ। আসছে জুনে আফগানদের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাওয়া হবে কি না, সেটি নিয়ে কিছুটা দ্বিধায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আফগানিস্তান যদি বিশ্বকাপের আসরে টিকিট চূড়ান্ত করতে না পারে, তবে তাদের সঙ্গে সিরিজ খেলে কী লাভ –এমন মনোভাব ছিলো আগে। তবে গতকাল যখন আফগানদের বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয় তখন বিসিবির সংশয় দূর হয় অনেকটা।

সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহে ভারতের দেরাদুনে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদি সফরটি হয়, তাহলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কেমন দল নিয়ে খেলবে, সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে কি না, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এমন প্রশ্ন ওঠার কারণ হল, বছরের শেষ ছয় মাসের ব্যস্ত ক্রিকেট সূচি। জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সিনিয়র দু-একজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া যায় কি না, সেটি নিয়ে ভাবছে বিসিবি।

শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ``এটা আমরা ভাবছি। নির্বাচকেরা আছেন, বোর্ড পরিচালকেরা যাঁরা আছেন, সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।``

সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার ভাবনা কেন জানতে চাইলে, আকরাম খান বলেন, ``ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই আমাদের প্রচুর খেলা আছে। সেখান থেকে ফিরে আবার সফর আছে। বিপিএল আছে, বিপিএলের পর আবার সিরিজ আছে। এর সঙ্গে “এ” দলের বেশ কয়েকটি সিরিজ আছে। শ্রীলঙ্কা “এ” দল আসছে, বাংলাদেশ “এ” দল  আয়ারল্যান্ড যাবে; সব মিলিয়ে খেলোয়াড়েরা কী অবস্থায় থাকবে, সেটা চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত নেব।``

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সেরা খেলোয়াড়দের নিয়ে একটা টুর্নামেন্ট হবে। দলগুলো হবে বিসিএলের মতো। চারটা দল ভাগ করে আমরা যে টুর্নামেন্ট আয়োজন করি, সেই আদলে একটা টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবা হচ্ছে।’

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি