ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে ভারতের ভিসা পেলেন সাবিনা-কৃষ্ণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ২৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকায় ভারতীয় দূতাবাস থেকে ভিসা না পাওয়ায় ইন্ডিয়ান উইমেন্স লিগে খেলতে যাওয়া আটকে গিয়েছিল সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকারের। তবে রোববার সেই ভিসা পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দল ও অনূর্ধ্ব দলের দুই অধিনায়ক।

সাবিনা ও কৃষ্ণার হাতে ভিসা তুলে দেন ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। ইন্ডিয়ান্স উইমেন্স লিগে খেলতে যাওয়ার জন্য লাল-সবুজের দুই তারকাকে শুভেচ্ছাও জানান ভারতীয় রাষ্ট্রদূত।

তামিলনাড়ু সিথু এফসির হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। একই দলে তার সঙ্গী থাকবেন অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার।

গত ১৪ মার্চ ভারতে যাওয়ার কথা থাকলেও প্রথম দফায় ভিসা সংক্রান্ত ঝামেলায় তারিখ পেছায় ২৩ মার্চ পর্যন্ত। কিন্তু পরেও ভারত যাওয়া হয়নি সাবিনাদের। দুদফা খারিজ হয় ভিসার আবেদন। অবশেষে ভিসা হাতে পাওয়াও সোমবার ভারতে যাওয়ার কথা রয়েছে দুজনের।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি