ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শুভেচ্ছা দূত জাভি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২৬ মার্চ ২০১৮

২০২২ কাতার বিশ্বকাপের আয়োজক কমিটি আঞ্চলিক শুভেচ্ছ দূত হিসেবে স্প্যানিশ তারকা মিডফিল্ডার জাভি হার্নান্দেজের নাম ঘোষনা করেছে।

৩৮ বছর বয়সী বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার বর্তমানে কাতারী ক্লাব আল সাদের পক্ষে খেলছেন। কাতার বিশ্বকাপে তিনি আয়োজকদের পক্ষ হয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবেন, বিশ্বকাপের প্রস্তুতি, দায়িত্ব সম্পর্কে সকলকে অবগত করবেন।

এক বিবৃতিতে জাভি বলেছেন, ‘কাতারে কিভাবে ফুটবল একটি পর্যায়ে পৌঁছেছে তা আমি নিজে এখানে থেকে উপলব্ধি করেছি। শুধুমাত্র নিজ দেশেই নয় এই অঞ্চলে কাতারের ফুটবল অবকাঠামো এখন সারা বিশ্বের কাছেই অনুকরণীয়। মানুষকে একতাবদ্ধ করার শক্তি ফুটবলের আছে। সামাজিক বাঁধা বিপত্তি পেরিয়ে এই ফুটবলের কারনেই মানুষ এক কাতারে জড়ো হয়।’

১৯৯৮ সাল থেকে দীর্ঘ ১৭ বছর জাভি বার্সেলোনার জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন। এই সময়ের মধ্যে তিনি আটটি লা লিগা শিরোপা ও চারটি চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছেন। এছাড়া ২০১০ সালে স্পেনের জার্সি হয়ে জিতেছেন বিশ্বকাপ।

সূত্র : বাসস

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি