ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আইপিএলের ইতিহাসে সেরা বোলার মালিঙ্গা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ২৭ মার্চ ২০১৮

বিশ্বক্রিকেটে বোলিংদের শাসন করার টুর্নামেন্ট আইপিএল। টুয়েন্টি-২০ ক্রিকেটের এ ফরম্যাটে যেখানে বোলারদের উপর তাণ্ডব চালানা ব্যাটসম্যানরা, সেখানেই গতির তোড়ে ভাসিয়ে দিয়েছেন এমন বোলারের নাম বলতে হলে, প্রথমেই উচ্চারণ করতে হয় লাসিথ মালিঙ্গার কথা।

শ্রীলঙ্কা দলের বিস্ময়কর এ গতিদানবের সবকিছুতেই যেন বিস্ময়। ২০০৬ সালের ওয়ানডে-বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে টানা চার বলে চার উইকেট নিয়ে বিস্ময়ের জন্ম দেন মালিঙ্গা। তাঁর এ রেকর্ড এখন পর্যন্ত কেউ স্পর্শ করতে পারেনি। শুধু শ্রীলঙ্কা দলের হয়েই নয়, মালিঙ্গা উজ্জ্বল টি-২০ ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর আইপিএলেও।

এখন পর্যন্ত তাই সবচেয়ে বেশি উইকেট শিকারীদের তালিকায় নিঃসন্দেহে মালিঙ্কা উঠে এসেছেন এক নম্বরে। টি-২০ ক্রিকেটের প্রথম থেকেই খেলে যাচ্ছেন লঙ্কান এ পেসার। এখন পর্যন্ত তার নামের পাশে ঝলঝল করছে ১৫৪ উইকেট। তাঁর চেয়ে ২০ উইকেট কম নিয়ে ভারতীয় দলের স্পিনার অমিত মিশ্রা আছে দুই নম্বরে।

এখন পর্যন্ত সেরা পারফরমেন্স বলতে ২০১১ সালে দিল্লী ডেয়ারডেবিলসের বিপক্ষে করা অসাধারণ স্পেলটি। ওই ম্যাচে মাত্র ১৩ রান খরচে ৫ উইকেট তুলে নেন লঙ্কান এ বোলার। এখন পর্যন্ত আইপিএলে এটিই কম রান দিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের ঘটনা। এপ্রিলের শুরু থেকেই শুরু হচ্ছে আইপিএল। এবারের আসরেও মালিঙ্গা ঝাঁকরা চুলের সঙ্গে নাচাবেন দর্শকদের এমনই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের।

সূত্র: ইসপিএন
এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি