ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আজ স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ২৭ মার্চ ২০১৮

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ মঙ্গলবার স্বাগতিক স্পেনের মুখোমুখি হবে দুই বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রিয়াল মাদ্রিদে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।

শুক্রবার রাতে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় এই ম্যাচটিতে খেলতে পারেননি দলটির মূল তারকা লিওনেল মেসি। একই কারণে আজকের ম্যাচেও পুরোপুরি নিশ্চিত নয় বার্সেলোনা সুপারস্টারের। এছাড়া, বিশ্বকাপের মূল আসরকে সামনে রেখে তাকে নিয়ে কোনো ধরণের ঝুঁকি নিতেও রাজি নন কোচ হোর্হে সাম্পাওলি।

এদিকে, শুক্রবার প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্পেন। আজকের ম্যাচে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা জয়ের জন্য মুখিয়ে আছে।

সূত্র: গোল ডট কম

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি