ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এসএএ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ২৭ মার্চ ২০১৮

তৃতীয় সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশীপের প্রথম স্বর্ণপদক পেলো বাংলাদেশ। সাভারের বিকেএসপিতে চলছে এবারের সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশীপ।

আজ মঙ্গলবার শেষ দিনে ব্যাক্তিগত পুরুষ রিকার্ভ ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশের দুই আর্চার রুমান সানা ও ইব্রাহিম শেখ। শুরু থেকেই দুজনের মধ্যে চলে সমানে সমানে লড়াই। শেষ পর্যন্ত ৬-২ সেট পয়েন্টে রুমান সানাকে হারিয়েছেন ফরিদপুরের ইব্রাহিম শেখ রেজওয়ান।

খেলা শেষে এবারের আসরের প্রথম র্স্ব্ণজয়ী ইব্রাহিমকে অভিনন্দন জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব। এবার ১০টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে শেষ হবে এবারের প্রতিযোগিতা।

একে//এসি   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি