জার্মানিকে হারিয়ে প্রতিশোধ নিল ব্রাজিল
প্রকাশিত : ১১:১২, ২৮ মার্চ ২০১৮
তেমন বড় কিছু করে দেখাতে পারেনি ব্রাজিল্। গোল বন্যায় ভাসিয়ে দিতে পারেনি জার্মানিকে। তবে জার্মানির অসাধারণ দলকে টপকে এক অসাধ্য কাজই সাধ্য করলেন ব্রাজিলের ফুটবলাররা। কারণ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলের পরাজয়ের প্রতিশোধ নিতে পেরেছে সেলেসাওরা। তাই এবার হয়তো কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে ব্রাজিলিয়ানরা।
মঙ্গলবার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে গাব্রিয়েল জেসুসের একমাত্র গোলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে নেইমারবিহীন তিতের দল। জার্মানিকে তাদের মাটিতেই ০-১ গোলের মধুর পরাজয়ের স্বাদ দিল তারা।
আসছে বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের চার দিন পর জার্মানির মাটিতে দলগত এই পারফরম্যান্সে বিশ্বকাপ প্রস্তুতির প্রথম পর্বটা ভালোভাবেই সারলো সেলেসাওরা।
সর্বশেষ জার্মানির কাছে ২০১৪ সালে হারার পর আর কোনো ইউরোপিয়ান দলের সঙ্গে হারেনি ব্রাজিল। সেই সুখ স্মৃতিকে সঙ্গী করেই বার্লিন স্টেডিয়ামে নেইমারকে ছাড়াই খেলতে নামে তিতের দল। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ করে খেলতে থাকে।
ম্যাচের ৯ম মিনিটে ক্রুসের ফ্রি কিকে গোমেজ মাথা ছোঁয়ালে এলিসন ক্ষিপ্রতার সঙ্গে সেটিকে রুখে দেন। প্রথমার্ধে জার্মানির বড় সুযোগটা আসে ম্যাচের ৩৫ মিনিটে গোরেতজকা শট নিলেও সেটি গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। এর ঠিক দুই মিনিট পরেই জার্মান দুর্গ ভাঙেন ম্যানসিটি তারকা গ্যাব্রিয়েল হেসুস। ডান পাশ থেকে উইলিয়ানের দুর্দান্ত ক্রসে হেড থেকে গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেন ম্যানসিটি তারকা হেসুস। কেভিন ট্রাপ সোজাসুজি আসা বল ঠেকালেও রুখতে পারেননি। প্রথমার্ধের বাকিটা সময় আর গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
বিরতি থেকে ফিরে গোল পেতে মরিয়া হয়ে শেষ দিকে একটানা আক্রমণ করে যায় স্বাগতিকরা। ভালো কয়েকটি সুযোগও তৈরি করে তারা; কিন্তু পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়া ব্রাজিলিয়ানদের সামনে সুবিধে করতে পারেনি। আক্রমণের তীব্রতা বাড়াতে থাকে লো শীষ্যরা। ম্যাচের ৫৬তম মিনিটে হেসুস গোলমুখে শট নিতে গেলে অসাধারণ ভঙ্গিমায় সেটিকে ব্লক করে দেন জার্মান ডিফেন্ডার রুডিগার। ম্যাচের ৫৮তম মিনিটে ২০ গজ দূর থেকে কৌতিনহোর শট গোলবারের সামান্য উপর দিয়ে গেলে গোল বঞ্চিত হয় ব্রাজিল।
ম্যাচের ৬৮তম মিনিটে আরও একটি গোলের সুযোগ পায় ব্রাজিল কিন্তু জার্মান ডিফেন্ডার কিমিচের অসাধারোন দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় তারা। ম্যাচের শেষ মিনিটে ড্রাক্সলারের শট গোলবারের উপর দিয়ে চলে গেলে শেষ সময়ে আশাহত হতে হয় জার্মানিকে। ফলে ৭-১ গোলের ম্যাচের পর প্রথম দেখাতেই জার্মানিকে ১-০ গোলে হারিয়ে দিল ব্রাজিল। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
এরই সঙ্গে তাদের টানা ২২ ম্যাচ অপরাজিত পথচলায় ছেদ পড়লো। ২০০৪ সালের পর প্রথমবার টানা চার ম্যাচ জয়হীন থাকলো আগের তিন ম্যাচে ড্র করা জার্মানি। আর ২০১৬ সালের পর প্রথম হারের স্বাদ পেলো তারা। ওইবার ইউরো সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে, জয়ের ধারা ধরে রাখলো ব্রাজিল। শেষ তিন ম্যাচে জয়সহ এই নিয়ে মোট নয় ম্যাচ অপরাজিত রইলো বাছাইপর্ব পেরিয়ে সবার আগে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়া তিতের শিষ্যরা।
সূত্র: গোল ডট কম
একে// এআর