ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রপতির সানিধ্যে সাকিবের পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ২০:৪৭, ২৮ মার্চ ২০১৮

বর্তমানে অবসর সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। আর তাই অবসরে পরিবারকে সময়ে দিচ্ছেন তিনি। কয়েকদিন আগে সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির তাদের একমাত্র কন্যা আলাইনা হাসান অব্রিকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার পরিবার-পরিজন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করলেন সাকিব আল হাসান। সাথে ছিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলাইনা হাসান অব্রিও। 

কয়েকদিন আগেই তিনি এবং মাশরাফি বিন মর্তুজা গিয়েছেন সরকারি একটি অনুষ্ঠানে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ের ধুলা নিতে দেখা গেছে দুই কৃতি ক্রিকেটারকে।

মঙ্গলবার রাতে সাকিবের পরিবার বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাদের অভিনন্দন জানান। সাকিব আল হাসান তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ ঘটনার কয়েকটি ছবি পোস্ট করেন। রাষ্ট্রপতি এবং তার স্ত্রীর সঙ্গে ছবি তোলেন সাকিব, তার স্ত্রী ও কন্যা।

সেখানে তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “আমি আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই। গতকাল রাতে আমাদের উদ্দেশ্যে দারুণ আতিথিয়েতার জন্য। তাঁর সঙ্গে খুবই আনন্দঘন একটি মিটিং ছিল। সঙ্গে ডিনারও। অসাধারণ ব্যক্তিত্ববান মানুষ তিনি। আমি সত্যি সম্মানিত।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে সাকিব ও তার স্ত্রীকে হাস্যোজ্জ্বল পরিবেশে দেখা গেছে। আর অন্যদিকে  সাকিবের কন্যা আলায়নাকে রাষ্ট্রপতির নাতি-নাতনিদের সঙ্গেও খেলতে দেখা যায়।

কেআই/টিকে

এ সংক্রান্ত আরো খবর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি