ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

সেঞ্চুরি করেই যাচ্ছেন আশরাফুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ২৯ মার্চ ২০১৮

সেঞ্চুরি করেই যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা প্রিমিয়ার লিগে নিজের চতুর্থ সেঞ্চুরিটি পেয়ে গেছেন। বিকেএসপিতে লিগের অবনমন ঠেকানোর ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১০৩ রানে অপরাজিত ছিলেন। তার সেঞ্চুরির সঙ্গে তাইবুর রহমানের ৮২ রানের ওপর দাঁড়িয়েই ৫০ ওভারে ৫ উইকেটে ২৪৬ রান তুলেছে কলাবাগান ক্রীড়া চক্র। আশরাফুলের এটি টানা দ্বিতীয় সেঞ্চুরি। গত ২০ মার্চ মোহামেডানের বিপক্ষে ১২৭ রান করেছিলেন।

লিগে সবচেয়ে বেশি সেঞ্চুরি তারই। তিন সেঞ্চুরি করে আশরাফুলের পেছনে জাতীয় ক্রিকেট দলের লিটন দাস। টানা দুই সেঞ্চুরির আগে অগ্রণীর বিপক্ষেই তিনি একটি সেঞ্চুরি করেছিলেন। প্রথম সেঞ্চুরিটি ছিল প্রাইম দোলেশ্বরের বিপক্ষে।

লিগে চারটি সেঞ্চুরি পেলেও আশরাফুল যে খুব বেশি ধারাবাহিক, সেটা বলা যাবে না। তবে যেদিন তিনি উইকেটে থিতু হয়েছেন, সেদিন সেঞ্চুরি করেই থেমেছেন। সেঞ্চুরিগুলোর বাইরে তার সর্বোচ্চ ইনিংস ৬৪ রানের, লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে। একটিই ফিফটি। তৃতীয় সেরা ইনিংস ২৫ রানের। চতুর্থটি ১৬ রানের। তার তালিকায় আছে তিনটি ‘শূন্য’ রানের ইনিংসও।

চার ইনিংসের তিনটিতে শূন্য মেরে দল থেকে বাদই পড়তে যাচ্ছিলেন। কোচ জালাল আহমেদ চৌধুরী বিশ্রামের সিদ্ধান্ত নিলে আশরাফুল আর এক ইনিংসে সুযোগ পাওয়ার অনুরোধ করেন। আর সেই ম্যাচেই সেঞ্চুরি করেন অগ্রণী ব্যাংকের বিপক্ষে। সর্বশেষ ৬ ইনিংসে তিন সেঞ্চুরি ও ষাটের ঘরের ওই ইনিংসটি।

আজ অগ্রণী ব্যাংকের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে কলাবাগান বিপদে পড়েছিল শুরুতেই। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দলকে খাদের কিনার থেকে টেনে তোলেন আশরাফুল। তার সঙ্গী ছিলেন তাইবুর। এই দুজন ১৬৩ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান মোটামুটি চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে। আশরাফুল ১০৩ রানের ইনিংসটি খেলেছেন ১৩৭ বলে। ৮টি বাউন্ডারি ও ২টি ছক্কায়। তাইবুরের ৮২, ১১৭ বলে ১০ বাউন্ডারিতে।

অগ্রণী ব্যাংকের পক্ষে ২ উইকেট নিয়েছেন সৌম্য সরকার। একটি করে উইকেট শফিউল ইসলাম, আল-আমিন হোসেন ও আবদুর রাজ্জাকের।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি