ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

এবার অস্ট্রেলিয়ার কোচের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:৩৬, ২৯ মার্চ ২০১৮

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিক্রেট দলের কোচের পর থেকে সড়ে দাড়ালেন ড্যারেন লেহম্যান। দলের অধিনায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার আর ক্যামেরন ব্যানক্রফটের শাস্তির পর পদত্যাগ করলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান চার টেস্ট ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া দলের বল টেম্পারিং ধরা পরে। এরপর এক বছরের জন্য অধিনায়ক স্মিথ আর সহ-অধিনায়ক ওয়ার্নারকে  নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর নয় মাসের জন্য নিষিদ্ধ হন ব্যানক্রফট।

লেহম্যান পদত্যাগের পর গণমাধ্যমকে জানান যে, শাস্তি ঘোষণার পর খেলোয়াড়দের আবেগঘন বিবৃতির পর নিজ পদ থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরে দাড়ানোর সিদ্ধান্ত নেওয়া ছিল আমার জন্য খুবই কঠিন। তবে এ সিদ্ধান্ত নিতে কেউ আমাকে বাধ্য করেনি। এটা আমার নিজের সিদ্ধান্ত”।

“বল টেম্পারিং ধরা পরার পর আমি এবং আমার পরিবার গত এক সপ্তাহ যাবত অনেক অপমান সহ্য করে আসতেছি। পরিবারের সবার সাথে কথা বলে আমার মনে হয়েছে, সরে দাড়ানোর এটাই উপযুক্ত সময়”।

পদত্যাগের পাশাপাশি দলের এমন কর্মকান্ডের জন্য দায়ভারও নেন ড্যারেন লেহম্যান। “দলের চেতনা এবং সংস্কৃতির জন্য আমিই দায়ী। তাই আমারই উচিত ছিল এমনটা হতে না দেওয়া”-বলেন লেহম্যান।

তবে লেহম্যানের বিরুদ্ধে কোন অভিযোগ গঠন করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বলেন, “এই ঘটনায় লেহম্যানের জড়িত থাকার কোন প্রমাণ আমরা পায়নি। এই ঘটনায় আর একজন ব্যক্তি যতটা অবাক হয়েছে ঠিক ততটাই অবাক হয়েছে লেহম্যান”।

২০১৩ সালের এশেজ সিরিজের পর অস্ট্রেলিয়া পুরুষ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন ৪৮ বছর বয়সী লেহম্যান। তার সময়ে অস্টেলিয়ান দলকে সব থেকে বেশি ঐক্যবদ্ধ পাওয়া গিয়েছে বলে সুনাম রয়েছে লেহম্যানের।

সাউথ আফ্রিকার সাথে সিরিজের শেষ টেস্ট ম্যাচই অস্ট্রেলিয়ার প্রধান কোচ হিসেবে লেহম্যানের শেষ ম্যাচ।

সূত্র: ক্রিকেট এশিয়া

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি