কান্নায় ভেঙে পড়লো স্মিথ
প্রকাশিত : ১৯:৩৭, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:৩৮, ২৯ মার্চ ২০১৮
ক’দিন আগেও ছেলের জন্য গর্ব করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক স্টিভেন স্মিথের বাবা পিটার স্মিথ। কিন্তু অপকর্মের দায়ে ছেলের সব অর্জন যেন ধূলিসাৎ হয়ে গেল এক মুহুর্তে! এর মধ্যে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। দাগী অপরাধীর মত তাকে দেশে ফেরত পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। আর ক্রিকেট বিশ্ব দেখল `ন্যায়বিচার`। দেশে ফিরে মিডিয়ার সামনে কান্নায় ভেঙে পড়েন স্মিথ।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় অশ্রুসজল চোখে স্মিথের ক্ষমা প্রার্থনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
সিডনি বিমানবন্দরে স্মিথের ডাকা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাবা পিটার স্মিথ। ছেলেকে ভেঙে পড়তে দেখে নিজের আসন থেকে উঠে ছেলের পেছনে যান তিনি। ছেলের পিঠে হাত রেখে স্বান্ত্বনা দেন পিটার। কিন্তু স্মিথের কান্না থামতেই চাইছিল না। তিনি যা করেছেন তা চরম অন্যায়। তারপরেও ক্রিকেটবিশ্বের অনেকেরই সহানুভূতি পেয়েছেন স্মিথ।
সংবাদ সম্মেলনে বাবাকে পাশে দেখে স্মিথ বলেন, আমি যা করেছি তা অন্যায়, এতে আমার বাবা-মার অসম্মান হয়েছে। পুরোপুরি ভেঙে পড়েছেন তারা। অনেকে বিভিন্ন কথা বলছে আমার বাবা-মাকে। অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমী জনতার জন্য যে লজ্জা বয়ে এনেছি, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি; ক্ষমা প্রার্থনা করছি। দয়া করে আমার বাবা-মাকে কেউ কষ্ট দেবেন না।
স্মিথ বলেন, কেপটাউন টেস্টে কী হয়েছিল সবাই জেনেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যবস্থাও গ্রহণ করেছে। আমি পরিস্কারভাবেই দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এ ঘটনার সম্পূর্ণ দায় আমি নিজের কাঁধে নিচ্ছি। আমার ক্যারিয়ারে এটাই প্রথম এবং এটাই শেষ ঘটনা হবে।
আর/টিকে