ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুপার সিক্সে হ্যাট্টিক জয় শেখ জামালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৭, ৩০ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:৫৪, ৩০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগের (ডিপিডিসিএল) সুপার সিক্সে হ্যাট্টিক জয়ের স্বাদ পেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুপার সিক্সে শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে শেখ জামাল বৃষ্টি আইনে রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। এই জয়ে ১৪ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে তৃতীয়স্থানে থাকলো শেখ জামাল। সমসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে পঞ্চমস্থানে গাজী গ্রুপ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিং বেছে নেয় গাজী গ্রুপ। ব্যাটিং-এ নেমে শুরুটা ভালো হয়নি শেখ জামালের। মাত্র ১ রান করে ফিরে যান ভারতীয় ওপেনার উন্মুখ চাঁদ। গত দু’ম্যাচে ১২৭ ও ১০১ রানের দু’টি ইনিংস খেলা চাঁদকে এবার ব্যর্থ করেন গাজী বাঁ-হাতি পেসার আবু হায়দার।

চাঁদের বিদায়ের পর উইকেট গিয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন রাকিন আহমেদ। মাত্র ১২ রান করেন তিনি। তবে আরেক ওপেনার সৈকত আলী ও তানবীর হায়দারের কাছ থেকে দু’টি হাফ সেঞ্চুরি পায় শেখ জামাল। কিন্তু তাদের বিদায়ে রান তোলার গতি কমে যায় শেখ জামালের। সৈকত ৫১ ও তানবীর ৫০ রান করেন।

মিডল-অর্ডারে দলের হাল একাই ধরেন জিয়াউর রহমান। ছয় নম্বরে নেমে মারমুখী ব্যাটিং করেন তিনি। ৬টি চার ও ৫টি ছক্কায় ৭৪ বলে ৮৬ রান করেন জিয়াউর। তারপরও শেষ পর্যন্ত ২৪৮ রানেই গুটিয়ে যায় শেখ জামাল। গাজী গ্রুপের আবু হায়দার শিকার করেন ৪ উইকেট ।

জবাবে শুরুটা ভালোই ছিলো গাজী গ্রুপের। ৬৪ বলে ৫৩ রানের সূচনা পায় তারা। তবে পরবর্তীতে দলের রানের চাকা সচল রাখতে পারেনি তারা। ফলে ৮৪ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গাজী গ্রুপ। পরবর্তীতে দলকে সেই চাপ থেকে মুক্ত করেন জাকির আলী ও আসিফ আহমেদ। পঞ্চম উইকেটে ৮৭ রানের জুটি গড়েন তারা। এ জুটির কল্যাণে ম্যাচে ফিরে গাজী গ্রুপ।

জাকের ৬১ রানে ফিরে গেলেও উইকেটে টিকে ছিলেন আসিফ। কিন্তু ৪৭ ওভার শেষে বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। এসময় গাজীর রান ছিলো ৭ উইকেটে ২১৭ রান। পরবর্তীতে বৃষ্টি আইনে জয়ের স্বাদ পায় শেখ জামাল। ৫২ রানে অপরাজিত থাকেন আসিফ। শেখ জামালের রবিউল হক ৩ উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন শেখ জামালের জিয়া। বাসস

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি