ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরানের জালে বাংলাদেশের মেয়েদের ৮ গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ৩১ মার্চ ২০১৮ | আপডেট: ২০:০৮, ৩১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

হংকংয়ে অনূর্ধ্ব-১৫ চার জাতি আমন্ত্রণমূলক নারী ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শনিবার ইরানের বিপক্ষে ৮-গোলের ব্যবধানে জয় পেয়েছে দলটি।

বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছে তহুরা খাতুন। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার জালে গুনে গুনে ১০ গোল দেয় বাংলাদেশের মেয়েরা। নারী ফুটবলে লাল-সবুজদের এগিয়ে যাওয়ার নতুন এক গল্প। গত ডিসেম্বরে সাফজয়ী মেয়েরা ১০-১ গোলে বিশাল জয় দিয়ে শুরু করেছে হংকংয়ের টুর্নামেন্টে।

হংকংয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দল। আজ ইরানের বিপক্ষে ৮-১ গোলের বড় জয় পেয়েছে তারা। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছে তহুরা খাতুন।

বিশ্ব নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ৫৮, আর বাংলাদেশ ১০২। র‌্যাঙ্কিংয়ে ৪৪ ধাপ পিছিয়ে থেকে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। খেলায় তহুরা খাতুন , শামসুন্নাহাররা বুঝিয়ে দিয়েছেন র‌্যাঙ্কিং একটি গাণিতিক সংখ্যা মাত্র। এই মেয়েরাই গত ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল।

চার জাতি জকি কাপ ফুটবল টুর্নামেন্টে খেলা হচ্ছে লিগ ভিত্তিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। শিরোপায় চোখ রেখেই বাংলাদেশের মেয়েরা খেলতে গেছে এ টুর্নামেন্ট। শেষ ম্যাচ আগামীকাল রোববার বিকেল সাড়ে ৩টায় স্বাগতিক হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।

 

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি