ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

অষ্ট্রেলিয়ার হয়ে আর খেলবেন না ওয়ার্নার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ৩১ মার্চ ২০১৮

বল টেম্পারিংয়ের অভিযোগে এক বছর নিষিদ্ধ হয়েছেন অষ্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ক্রিকেট অষ্ট্রেলিয়ার দেওয়া এ সাজার পর তিনি দেশবাসী ও ক্রিকেটভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন। এগুলো পুরোনো খবর। নতুন খবর হচ্ছে তিনি অষ্ট্রেলিয়ার পক্ষে আর ক্রিকেট খেলবেন না।

স্থানীয় সময় শনিবার আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে অষ্ট্রেলিয়া দলের এ সহ অধিনায়ক বলেন, যেটি ঘটেছে এর জন্য সর্বোতভাবে আমি দায়ী। তবে আমি শুধু এটিই চেয়েছিলাম যে,ভালো ক্রিকেট খেলে আমি আমার দেশের গৌরবের অংশীদার হবো। অষ্ট্রেরিয়ার ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চেয়ে  তিনি আর ক্রিকেটে না ফেরার ঘোষণা দেন। তিনি জানান, নিষেধাজ্ঞা কাটার পর তিনি অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামবেন না।  

এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগে স্টিভ স্মিথ, ক্যামেরুন ব্যানক্রফট এবং ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অষ্ট্রেলিয়া। এর প্রতিক্রিয়ায় শনিবারের সংবাদ সম্মেলনে ওয়ার্নার কান্নায় ভেঙে পরেন। স্টিভ স্মিথ-ড্যারেন লেম্যানের পর ক্রিকেটবিশ্বের কাছে ক্ষমা চেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। তাঁর বিরুদ্ধে সব অভিযোগ স্বীকার করে তিনি অস্ট্রেলিয় ক্রিকেটভক্তদের কাছে ক্ষমা চান।

দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে অজি ওপেনার বলেন, খেলাটির ভক্ত-সমর্থকদের প্রতি যারা আমার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে সমর্থন ও অনুপ্রেরণা জুগিয়েছেন, বিশ্বাসভঙ্গ বা প্রতারণা যা-ই বলুন, এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি। এজন্য অনুতপ্ত।

 

তিনি বলেন, সতীর্থদের আমি ভালোবাসি ও সম্মান করি, তাদের সাথে মাঠে খেলতে না পারাটা হৃদয়বিদারক। পরবর্তীতে কি হবে এখনই তা জানা কঠিন। তবে আমার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে পরিবারের ভাল থাকা নিশ্চিত করা।

সূত্র : বিবিসি।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি