ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মাঠে ফিরতে কঠোর অনুশীলন নেইমারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ৩১ মার্চ ২০১৮

ইনজুরির কারণে ব্রাজিলের জার্সি গায়ে শেষ দুটি প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি নেইমারের। তবে বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামতে মরিয়া তিনি। সেই লক্ষ্যে কঠোর অনুশীলনও করছেন ব্রাজিলের এ ফরোয়ার্ড।

ইনস্টাগ্রামে তার অনুশীলনের কিছু ছবিও পোস্ট করেছেন ব্রাজিলিয়ান এ সুপারস্টার। ছবি পোস্ট করে নেইমার লেখেন, ‘ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন সম্ভব নয়।’

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ফরাসি লিগ ওয়ানে মার্সেইয়ের বিরুদ্ধে পিএসজির ম্যাচ চলাকালীন ডান পায়ে চোট পান তিনি। গোড়ালি মচকানো ছাড়াও স্ক্যান রিপোর্টে পঞ্চম মেটাটারসালে চিড় ধরা পড়ে। এর ফলে দেশে ফিরে দ্রুত চোটের জায়গায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এ সুপারস্টার।

অস্ত্রোপচারের পর ডাক্তার জানান নেইমারের ফিরতে দুই-তিন মাস সময় লাগবে। তবে পিএসজি কোচ উনাই এমিরে জানান, দুই-তিন সপ্তাহ পরই ফিরবেন নেইমার। মোনাকোর বিপক্ষে মাঠে নামার আগে উনাই বলেন, আমি চলতি সপ্তাহে নেইমারের সঙ্গে কথা বলেছি। সে এখন ভালো আছেন। আমাদের মধ্যে কথা হয়েছে। সে ফাইনাল ম্যাচের দিকে নজর রাখছে।

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি