ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৬, ১ এপ্রিল ২০১৮

 ‘সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০১৮’ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তৃতীয় দিনের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে সকাল ৮টার ম্যাচটি শুরু হয় ৯টায়। জিটিভি ও আমার দিনের মধ্যকার ম্যাচ দিয়ে মিডিয়া ক্রিকেট মাঠে গড়ায়।

তৃতীয় দিনের দ্বিতীয় রাউন্ডের খেলায় জয় পেয়েছে জিটিভি, ডেইলি স্টার, বিডি নিউজ ২৪, জাগো নিউজ, আলোকিত বাংলাদেশ, চ্যানেল আই, রাইজিং বিডি, যুগান্তর, এনটিভি ও এসএ টিভি।

তৃতীয় দিনের খেলার ফলাফল:

জিটিভি ৫ উইকেটে আমার দিনকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের সাইফুল ইসলাম। ডেইলি স্টার ৪ উইকেটে সমকালকে হারায় । ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের ফজলুর রহমান। বিডি নিউজ ২৪  ৫ উইকেটে ইত্তেফাককে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিডি নিউজের আরিফুল ইসলাম রনি। জাগো নিউজ ১৩ রানে নয়া দিগন্তকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের সাঈদ শিপন। আলোকিত বাংলাদেশ ৩০ রানে নিউ এইজকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের জিয়াদুল ইসলাম। চ্যানেল আই ৫৬ রানে বৈশাখী টিভিকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের রাহুল রায়। রাইজিংবিডি ৬ রানে একাত্তর টিভিকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের অতিথি খেলোয়াড় আতিক হাসান। যুগান্তর ৫ উইকেটে ডেইলি সানকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের হাসিব বিন শহিদ। এনটিভির ৪৭ রানে এটিএন নিউজকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের রোকন উদ্দিন। দিনের শেষ ম্যাচে এসএ টিভি ৩১ রানে যায়যায়দিনকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন অতিথি খেলোয়াড় এস এম যোবায়ের আলম।

আজ তৃতীয় দিনে মাঠে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, যুগ্ম সম্পাদক মো. মঈন উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, ক্রীড়া সম্পাদক আরাফাত দাড়িয়া, কল্যাণ সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল কাফি, ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম শামীম, ক্রিকেট কমিটির সদস্য সচিব মাইনুল হাসান সোহেল, সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন পলাশ ও বদরুল আলম চৌধুরী খোকন ।

 

আগামীকালের খেলা (০১ এপ্রিল ২০১৮) দ্বিতীয় রাউন্ড:

 

এটিএন বাংলা-বাংলাদেশ প্রতিদিন (সকাল ৮:০০টা)

আরটিভি - বাসস (সকাল ৮:০০টা)

ইনকিলাব - কালের কন্ঠ (সকাল ৯:০০টা)

বাংলাভিশন - আমাদের সময় (সকাল ৯:০০টা)

যমুনা টিভি - দ্য ইন্ডিপেন্ডেন্ট  (সকাল ১০:০০টা)

চ্যানেল ২৪ - আজকালের খবর (সকাল ১০:০০টা)

তৃতীয় রাউন্ড:

বিডি নিউজ ২৪ - জিটিভি (সকাল ১১:০০টা)

ডেইলি স্টার - জাগোনিউজ (সকাল ১১:০০টা)

আলোকিত বাংলাদেশ - রাইজিং বিডি (দুপুর ১২:০০টা) এবং

চ্যানেল আই - যুগান্তর (দুপুর ১২:০০টা)।

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি