ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

হংকংকে ৬-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:১৭, ১ এপ্রিল ২০১৮

ঘরের মাঠে সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি নিয়েই হংকং গিয়েছিল মেয়েদের অনূর্ধ্ব ১৫ দল। সেখানে নতুন করে আনন্দের উপলক্ষই তৈরি করল। স্বাগতিক হংকংকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা।

বাংলাদেশ প্রথম ম্যাচে ১০-১ গোলে মালয়েশিয়াকে, দ্বিতীয় ম্যাচে ইরানকে ৮-১ গোলে পরাজিত করে। রোববার চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে বাংলাদেশের হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। গতকাল শনিবার ইরানের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন এ ফরোয়ার্ড।

গত ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশের মেয়েরা এর আগে এএফসি আঞ্চলিক টুর্নামেন্টে দুবার শিরোপা জিতেছে। ২০১৫ সালে নেপাল থেকে আর ২০১৬-তে তাজিকিস্তান থেকে এসেছিল সেই সুসংবাদ।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি