ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানের হারের লজ্জা দিল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ২ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৪৭, ২ এপ্রিল ২০১৮

দাওয়াত দিয়ে এনে এভাবে লজ্জা দিবে পাকিস্তান তা হয়তো ভাবেনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট টিম। তাই দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছিলো, বিশ্বক্রিকেটের ব্যাটিংদানব খ্যাত ক্রিস গেইল, কাইরন পোলার্ড, সুনিল নারাইন, ড্যারেন স্যামির মতো তারকাদের। তবে দেশটি যে পাকিস্তান, আনপ্রেডিক্টেবল পাকিস্তান। টি-২০ ক্রিকেটে জিম্বাবুয়েকে ১৪৩ রানে হারিয়ে এমন লজ্জাই দিলো বর্তমান চ্যাম্পিয়নদের।

আমির-নওয়াজদের বোলিং তোপে ১৩.৪ ওভারে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে সরফরাজের বাহিনী ২০৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ ও শোয়েব মালিকের বোলিং তোপে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। আর এটিই ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জা। আগেরটি ছিল ৭৯ রানের। ২০১০ সালে পোর্ট অব স্পেনে জিম্বাবুয়ের বিপক্ষে এ স্কোর গড়ে তারা।

ওয়েস্ট ইন্ডিজের মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে স্পর্শ করতে পেরেছেন। স্যামুয়েলস ১৮, পল ১০ ও এমরিতের ১১ রানই তাদের ব্যাটিং দৈন্যদশার শো। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ ও শোয়েব মালিক। আমন্ত্রণ জানিয়ে আনা অতিথিদের এক রকম এ ত্রয়ীই গুঁড়িয়ে দিয়েছেন।

পাকিস্তানের ১৪৩ রানের জয়টি টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে রেকর্ড ১৭২ রানে জেতে শ্রীলংকা। এটিই টি-২০ ক্রিকেটেরে ইতিহাসে সবচেয়ে বেশি রানে জেতার রেকর্ড। এর আগে করাচিতে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন ফখর জামান ও বাবর আজম। ওপেনিং জুটিতে তারা গড়েন ৪৬ রানের জুটি। বাবরের বিদায়ে ভাঙে বিপজ্জনক হয়ে ওঠা জুটি। রানআউটে কাটা পড়েন ঝড় তোলা ফখর। ২৪ বলে তিনি করেন ৩৯ রান।

সূত্র: ইএসপিএন
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি