মোস্তাফিজকে পেয়ে ভীষণ খুশি মুম্বাই ইন্ডিয়ান্স
প্রকাশিত : ২১:৪১, ২ এপ্রিল ২০১৮
বাংলাদেশি কাটার মাস্টার সোম্তাফিজকে পেয়ে ভীষণ খুশি মুম্বাই ইন্ডিয়ান্স দল। মোস্তাফিজের যোগ দেওয়ার বিষয়টিকে বাংলায় ‘ভালো খবর’ হিসেবে নিজেদের ফেসবুক পেজে উল্লেখ করেছে দলটি। যেখানে একটি ভিডিওতে `চেক-ইন` দিয়েছেন মোস্তাফিজ।
ঘরোয়া এই ক্রিকেটের সবচেয়ে জমজমাট এ আসরে অংশ নিতে এরই মধ্যে মুম্বাইয়ে পৌঁছে দলে সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশি এ পেসার। দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন।
এরই মধ্যে নতুন দলে যোগ দেওয়ার অনুভূতি জানিয়ে মোস্তাফিজ লিখেন, ‘ফার্স্ট ইয়ার, নিউ টিম (নতুন দলে প্রথম বছর)। অনেক ভালো লাগছে। আশা করি আমার এই ভালো লাগাটা সামনে আরও বেশি এগিয়ে নিতে পারবো।’
এমএইচ/টিকে