সাকিবের অপেক্ষায় হায়দরাবাদ
প্রকাশিত : ০০:১৫, ৪ এপ্রিল ২০১৮
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই আইপিএলের অন্যতম দল সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসানকে তারা তুলে ধরছে।
গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্নই হয়ে গেল তাঁর। বিশ্বসেরা অলরাউন্ডারকে এবার নিয়েছে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে সাকিব রওনা হয়ে গেছেন গতকাল। সঙ্গে আছে তাঁর পরিবারও।
গতকাল রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেলে যোগ দিয়েছেন দলের অনুশীলনে। বিকেলে সাকিবকে নিয়ে হায়দরাবাদ লিখেছে, ‘অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিয়েছেন দলে। তাঁর প্রথম ম্যাচ দেখতে অধীর অপেক্ষায়।’
সন্ধ্যায় সাকিবকে নিয়ে হায়দরাবাদের আরেকটি পোস্ট, ‘২০১৮ আইপিএলে আমাদের তারকা সাকিব ব্যাট ও বল হাতে জ্বলে উঠতে তৈরি। আপনি তৈরি তো?’
সাকিব নিজেও এক ভিডিও বার্তায় হায়দরাবাদকে সমর্থন করার আহ্বান করলেন, ‘আমি মনে করি, আমরা এমন একটি দল, যারা শিরোপা জেতার জন্যই খেলব। অবশ্যই এটি একটি লম্বা টুর্নামেন্ট। সবাইকে ফিট থাকতে হবে এবং ছন্দে থেকে শেষ পর্যন্ত খেলতে হবে। যেভাবে সমর্থন দিচ্ছেন, সেভাবেই দিতে থাকুন। আশা করি, আপনাদের জন্য গৌরব বয়ে আনতে পারব।’
কেআই/টিকে