ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আফ্রিদির সমালোচনায় ভারতীয় খেলোয়াড়েরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৫৬, ৪ এপ্রিল ২০১৮

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদের আফ্রিদের মন্তব্যের জেরে সরব হয়ে উঠেছেন ভারতীয় খেলোয়াড়েরা। আফ্রিদির বক্তব্যের কড়া সমালোচনা করে বিবৃতিও দিয়েছে ভারত জাতীয় ক্রিকেট দলের জ্যেষ্ঠ্য খেলোয়াড়েরা।

ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বার্তা সংস্থা এএনআই’কে বলেন, “একজন ভারতীয় হিসেবে আপনি তাই চাইবেন যা আপনার দেশের সার্থ রক্ষা করে। আর আমার জন্যও আমার দেশের সার্থই মুখ্য। আমার দেশের বিপক্ষে যায় এমন কোন কিছুকেই আমি সমর্থন করি না”।

কাশ্মির ইস্যুতে আফ্রিদির বক্তব্যে নিজেকে ‘বিস্মিত’ বলে জানিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব। ভারতের গণমাধ্যমকে তিনি বলেন, “কে সে (আফ্রিদি)? আর আমরা কেনই বা তাকে এত গুরুত্ব দিচ্ছি। তাকে বা তার মত ব্যক্তিদের খুব একটা গুরুত্ব দেওয়ার কিছু নেই”।

অলরাউন্ডার সুরেশ রায়না বলেন, “কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর তা ভারতেরই থাকবে”।

আফ্রিদিকে ‘ভাই’ সম্বোধন করে টুইট বার্তায় তিনি আরও বলেন, “কাশ্মির একটি পবিত্র ভূমি। এটি আমার পূর্ব পুরুষের জন্মস্থান। আমি আশা করব আফ্রিদি ভাই তাদের সেনাবাহিনীকে কাশ্মিরে সন্ত্রাসবাদ এবং উস্কানি বন্ধের জন্য আহবান করবে। আমরা শান্তি চাই। কোন ধরনের রক্তপাত অথবা সহিংসতা চাই না।”

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার কাশ্মির ইস্যুতে এক টুইট বার্তায় ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এছাড়াও কাশ্মিরের নিরীহ মুসলিমদের ভারতীয় সেনাবাহিনী হত্যা করছে বলেও অভিযোগ করেন তিনি।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

//এস এইচ এস//টিকে   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি