ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ভারতে মাতাচ্ছেন বাংলাদেশের সাবিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ৪ এপ্রিল ২০১৮

ইন্ডিয়ান উইমেন্স লিগে সিথু এফসির হয়ে একের পর এক গোল করে ভারত মাতাচ্ছেন বাংলাদেশের সাবিনা খাতুন। ভারতে প্রথমবার লিগ খেলতে গিয়ে এমন আলো ছড়াচ্ছেন তিনি।   আজকের (বুধবার) খেলায় ইন্ডিয়া রাশ সকার ক্লাবের বিপক্ষে সাবিনার জোরা গোলে ৩-২ গোলে জিতেছে সিথু এফসি।

এ নিয়ে ইন্ডিয়ান উইমেন্স লিগে তামিলনাড়ু সিথু এফসির হয়ে শেষ তিন ম্যাচে করেছেন ৪ গোল। তার দলও জিতেছেন ওই তিন ম্যাচ।

এই লিগে নিজেকে জায়গা করে নিতে সাবিনাকে লড়াই করতে হয়েছে। নিজেকে টিকিয়ে রাখার লড়াইয়ে পেছনে ফেলেছেন টটেনহামে খেলা অন্য বিদেশি তানভি হ্যানসকে।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি