ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অপ্রতিরোধ্য বার্সেলোনার সামনে আত্মবিশ্বাসী রোমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ৪ এপ্রিল ২০১৮

বার্সেলোনা অন্য সব মৌসুমের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের এই দাবির যৌক্তিতা ফুটে ওঠে যখন ২০১৭-১৮ মৌসুমের লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের দিকে তাকালে। তৃতীয়বারের মতো ট্রেবল জেতার হাতছানি আছে তাতে। অপ্রতিরোধ্য সেই বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে রোমা।

৬-১ গোলের বিশাল  ব্যবধান। ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ন্যু ক্যাম্পে এসে আক্ষরিক অর্থেই উড়ে গিয়েছিল রোমা। এক মৌসুম বিরতি দিয়ে আবারও সেই ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি ইতালিয়ান ক্লাবটি।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে ‘সনি টেন ওয়ান’ চ্যানেলে।

ইতিহাস, ঐতিহ্য, সাফল্য আর অভিজ্ঞতা বলছে- সব দিক থেকে ইতালিয়ান ক্লাবটির চেয়ে অনেক দূর এগিয়ে রয়েছে বার্সেলোনা। তাছাড়া এবারের মৌসুমে কাতালানদের ফর্মও কোয়ার্টার ফাইনালের আগে এগিয়ে রাখছে তাদের। সেই সঙ্গে লিওনেল মেসির ফিট হয়ে ফেরায় তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।

মাংস পেশীর সমস্যায় আর্জেন্টিনার হয়ে দুটো প্রীতি ম্যাচ মিস করার পর সেভিয়ার বিপক্ষে সবশেষ লিগ ম্যাচে তিনি নেমেছিলেন বদলি হয়ে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আরেকবার দেখিয়েছেন বার্সেলোনায় তার প্রয়োজনীয়তা। ০-২ গোলে পিছিয়ে থাকা ম্যাচ বদলি হয়ে নেমে শেষ করেন ২-২ ড্রতে। রোমার বিপক্ষে আবার ফিরছেন তিনি শুরুর একাদশে।

সেভিয়ার বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি সের্হিয়ো বুশকেৎস। তার খেলা নিয়ে সংশয় থাকলেও কোচ এরনেস্তো ভালভারদে আশাবাদী। এছাড়া পছন্দের একাদশের সবাইকে পাচ্ছেন বার্সেলোনা কোচ । তবে সতর্ক থাকতে হবে সের্হি রবের্তোকে, কার্ড দেখলেই মিস করছেন রোমের ফিরতি লেগ।

রোমার বিপক্ষে সবশেষ ম্যাচের স্মৃতি  উজ্জীবিত করছে বার্সেলোনাকে। ঘরের মাঠের ৬-১ গোলে জেতার পর আবারও ন্যু ক্যাম্পে মুখোমুখি হচ্ছে তারা। তবে রোমাকে মোটেও হালকাভাবে নিচ্ছে না কাতালানরা। ফুলব্যাক জোর্দি আলবার কথাতেই তার প্রমাণ, ‘আমরা জানি আমাদের স্কোয়াডটা অসাধারণ। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে পারলে যে কোনও দলকে হারাতে পারব । তবে এই রোমা, যারা অ্যাতলেতিকো মাদ্রিদ ও চেলসিকে পেছনে ফেলে গ্রুপের প্রথম হয়েছিল, আমি নিশ্চিত তারা আমাদের ভোগাবে।’

মুখোমুখি মাঠের লড়াইয়ে অবশ্য কেউ পিছিয়ে নেই । চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি চার ম্যাচে দু’দলই জিতেছে একটি করে, বাকি দুই ম্যাচ ড্র দিয়ে শেষ হয়। তবে ঘরের মাঠ বলে এগিয়ে থাকবে বার্সেলোনা। কারণ ইতালিয়ান ক্লাবের বিপক্ষে গত ১২ ম্যাচ অপরাজিত তারা ন্যু ক্যাম্পে। তাছাড়া মেসির ‘প্রিয়’ প্রতিপক্ষও ইতালিয়ান ক্লাব! সিরি ‘এ’ ক্লাবের বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়কের খেলা ১৯ ম্যাচে গোল ১২টি। ন্যু ক্যাম্পের প্রথম লেগ দিয়ে সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার পালা তার। পারবেন তো মেসি?

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি