ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিএসকেএ মস্কোকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:১৯, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে সিএসকেএ মস্কোকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে আর্সেনাল। জোড়া গোল করেছেন আলেকসঁদ লাকাজেত ও অ্যারন র‌্যামজি।  

বৃহস্পতিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে রাশিয়ার ক্লাবটিকে ৪-১ গোলে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।

ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের নবম মিনিটে এক্তর বেল্লেরিনের পাস পেয়ে অ্যারন র‌্যামজির প্রথম শটে এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের ১৫তম মিনিটে সমতা টানে অতিথিরা। প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিকে ক্রসবার ঘেঁষে বল জালে পাঠান রুশ মিডফিল্ডার আলেকসান্দ্র গোলোভিন।

ম্যাচের ২৩তম মিনিটে লাকাজেতের সফল স্পট কিকে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে মেসুত ওজিল ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।

ম্যাচের ২৮তম মিনিটে ওজিলের বাড়ানো বলে লাফিয়ে নেওয়া ব্যাকহিলে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ওয়েলস মিডফিল্ডার র‌্যামজি। আর ৩৫তম মিনিটে জার্মান মিডফিল্ডার ওজিলের আরেকটি দারুণ পাস নিয়ন্ত্রণে নিয়ে নীচু শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড লাকাজেত। পরে ৪-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৭তম মিনিটে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ নষ্ট করেন লাকাজেত। আলেক্স আইওবির পাস গোলমুখে পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন তিনি। খানিক পর পোস্টে বল মেরে একই সুযোগ হারান র‌্যামজি। নির্ধারিত সময়ে আর কোনও দল কোনও গোল করতে না পারলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

আগামী বৃহস্পতিবার সিএসকেএ মস্কোর মাঠে হবে ফিরতি পর্ব।

তথ্যসূত্র: গোল ডটকম।

একে// এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি