কাল চেন্নাই’র মুখোমুখি মোস্তাফিজের দল
প্রকাশিত : ২৩:১২, ৬ এপ্রিল ২০১৮
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর মাঠে গড়াচ্ছে আগামীকাল। এই আইপিএলে নতুন ঠিকানায় বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এ তারকা পেসারকে নিয়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে আটটায় দুইবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। ধোনির দলকে মোকাবেলার আগে অনুশীলনে বেশ ঘাম ঝড়িয়েছেন ফিজ।
মোস্তাফিজদের খেলাটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তাই বলায় যায় ঘরের মাঠের দর্শক সমর্থন পুরোটাই পাবে মুম্বাই ইন্ডিয়ান্স। খেলা যেহেতু কৃত্রিম আলোয় হবে। সে লক্ষে ম্যাচের আগের দিন ফ্লাড লাইটেও অনুশীলন করেছেন রোহিত শর্মা, মোস্তাফিজরা।
মুম্বাই ইন্ডিয়ান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি অনুশীলনের কিছু অংশ দেখিয়েছে। সেখানে ‘কাটার মাস্টারে ‘ একটি ভিডিও আপলোড করা হয়েছে। বাংলাদেশি তারকাকে মাঠের লড়াইয়ে দেখতে মুখিয়ে রয়েছেন মুম্বাইয়ের ভক্তরা।
আর/টিকে