ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আইপিএল এর পর্দা উঠছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ৭ এপ্রিল ২০১৮

আজ শনিবার থেকে শুরু হচ্ছে ফ্রাঞ্ছাইজিভিত্তিক সবচেয়ে বড় ক্রিকেট লিগ ১১তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। জনপ্রিয় এ খেলায় উদ্বোধনী দিনেই খেলতে মাঠে নামবে বাংলাদেশি টাইগার মোস্তাফিজুর রহমান। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এবার খেলবেন মোস্তাফিজ।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

এদিকে বাংলাদেশি এই কাটার মাস্টারের সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন সাকিব আল হাসান। সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ আসরে নিজেদের প্রথম ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।

বিশ্ব সেরা এ অলরাউন্ডার ২০১১ সাল থেকে সাত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও এবার তাকে দেখা যাবে কমলা জার্সিতে।

এক নজরে আইপিএলে সাকিব ও মোস্তাফিজের দলের খেলার সময়সূচি:

তারিখ                   সময়                           ম্যাচ

এপ্রিল ৭               ৮: ৩০                    মুম্বাই - চেন্নাই

এপ্রিল ৯               ৮: ৩০                   হায়দরাবাদ-রাজস্থান

এপ্রিল ১২              ৮: ৩০                  হায়দরাবাদ- মুম্বাই

এপ্রিল ১৪              ৪: ৩০                   মুম্বাই- দিল্লি

এপ্রিল ১৪              ৮: ৩০                কলকাতা- হায়দরাবাদ

এপ্রিল ১৭              ৮: ৩০                  মুম্বাই- বেঙ্গালুরু

এপ্রিল ১৯              ৮: ৩০                 পাঞ্জাব- হায়দরাবাদ

এপ্রিল ২২              ৪:০০                  হায়দরাবাদ- চেন্নাই

এপ্রিল ২২              ৮: ৩০                   রাজস্থান - মুম্বাই

এপ্রিল ২৪              ৮: ৩০                  মুম্বাই- হায়দরাবাদ

এপ্রিল ২৬              ৮: ৩০                 হায়দরাবাদ- পাঞ্জাব

এপ্রিল ২৮              ৮: ৩০                    চেন্নাই - মুম্বাই

এপ্রিল ২৯              ৪: ৩০                রাজস্থান - হায়দরাবাদ

মে ১                 ৮: ৩০                   বেঙ্গালুরু - মুম্বাই

মে ৪                 ৮: ৩০                     পাঞ্জাব- মুম্বাই

মে ৫                 ৮: ৩০                   হায়দরাবাদ- দিল্লি

মে ৬                 ৪: ৩০                    মুম্বাই- কলকাতা

মে ৭                ৮: ৩০                  হায়দরাবাদ- বেঙ্গালুরু

মে ৯                ৮: ৩০                     কলকাতা- মুম্বাই

মে ১০               ৮: ৩০                     দিল্লি - হায়দরাবাদ

মে ১৩               ৪: ৩০                   চেন্নাই - হায়দরাবাদ

মে ১৩               ৮: ৩০                     মুম্বাই- রাজস্থান

মে ১৬               ৮: ৩০                      মুম্বাই- পাঞ্জাব

মে ১৭               ৮: ৩০                   বেঙ্গালুরু - হায়দরাবাদ

মে ১৯               ৮: ৩০                  হায়দরাবাদ- কলকাতা

মে ২০               ৪: ৩০                       দিল্লি – মুম্বাই

একে// এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি