ব্যাটিংয়ে মুস্তাফিজের মুম্বাই
প্রকাশিত : ২০:৪৫, ৭ এপ্রিল ২০১৮
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসর আজ মাঠে গড়াচ্ছে। শনিবার মুম্বাইয়ে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এবং মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস।
টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে চেন্নাই সুপার কিংস। এর ফলে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে বল হাতে নামার জন্য অপেক্ষা করতে হচ্ছে আরো কিছুটা সময়। ম্যাচের দ্বিতীয় ইনিংসে বল হাতে নামবে ফিজ।
গত দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদে কাটানো মুস্তাফিজকে এবারের আসরে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে মুম্বাই। গত আসরটি ভালো যায়নি ফিজের। যে কারণে তাকে আর ধরে রাখেনি সানরাইজার্স। মুস্তাফিজকে পেয়ে শুরু থেকেই উচ্ছাস দেখাচ্ছে মুম্বাই।
এছাড়া গতমাসে শেষ হওয়া শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিতটা দিয়ে রেখেছেন মুস্তাফিজ। তবে দুর্দান্ত পেস অ্যাটাক সমৃদ্ধ মুম্বাই একাদশে আসতে হলে দ্য ফিজকে লড়াই করতেই হবে।
মুম্বাই ইন্ডিয়ান্স: ইশান কিশান, এভিন লুইস, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান, মিচেল ম্যাক্লেনাঘান, মায়ানক মার্কান্ডে।
চেন্নাই সুপার কিংস : আম্বাতি রায়ুডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, রবিন্দ্র জাদেজা, হরভজন সিং, দিপক চাহার, ইমরান তাহির, মার্ক উড।
আর/টিকে