ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

লর্ডসে বিশ্বকাপ জিতলে শার্ট খুলে ওড়াবেন বিরাট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ৮ এপ্রিল ২০১৮

২০১৯ বিশ্বকাপ আসতে এখনও বেশ বাকি রয়েছে। তার আগেই এ নিয়ে হইহুল্লার কম নেই। আর এ বিশ্বকাপ কোন দেশ জিতবে তাও আগে থেকে বলা যায় না। কিন্তু এই বিশ্বকাপ জিতলে কি করবে ভারত তা নিয়ে রয়েছে বেশ মজাকর মন্তব্য।

২০১৯ সালের বিশ্বকাপ জিতলে কী করবেন বিরাট? উত্তরে সৌরভ বলেন, " আমি জানি না, সেদিন আমি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম .... তবে আমি এখনই নিশ্চিত করে বলতে পারি যে যদি ২০১৯ সালে লর্ডসে ভারত বিশ্বকাপ জেতে, তাহলে বিশ্বকাপ ট্রফি নিয়ে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে বিরাট শার্ট খুলে উড়িয়ে হেঁটে বেড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না। ২০০২ সালে আমি এত মোটা ছিলাম না, আর বিরাটের তো সিক্স প্যাক রয়েছে।"

সৌরভের এই বার্তার প্রত্যুত্তরে মসকরা করে বিরাট বলেন, "শুধু আমি একা নই, দলে কিন্তু অনেকেরই সিক্স প্যাক রয়েছে।" সঙ্গে সঙ্গে সৌরভের সহাস্য মন্তব্য "আমি নিশ্চিত বিরাট শার্ট খুলে ওড়ালে ওকে নকল করবে হার্দিক পান্ডিয়া।" সৌরভের এই মন্তব্যে অবশ্য ১২০ শতাংশ নিশ্চিয়তা দেন বিরাট। সঙ্গে সেই তালিকায় জশপ্রীত বুমরাকেও জুড়ে দিলেন ক্যাপ্টেন কোহলি।

সঙ্গে কোচ রবি শাস্ত্রী ও বোলিং কোচ ভরত অরুণকে এই ধরণের আবেগে ভাসা থেকে সাবধান করে দিয়েছেন সৌরভ। কারণটা অবশ্যই তাদের শারীরিক গঠন।

তথ্যসূত্র: জি ২৪ ঘণ্টা।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি