চোট নিয়ে দীর্ঘ নির্বাসনে নাসির
প্রকাশিত : ২১:৪১, ১০ এপ্রিল ২০১৮
নাসির হোসেনের চোটের ধরন দেখে যে শঙ্কা করা হচ্ছিল, সেটিই সত্যি হলো। এমআরআই রিপোর্টে বলা হয়েছে তার ডান হাঁটুর লিগামেন্ট পুরোপুরি ছিঁড়ে গেছে। এ অলরাউন্ডারের অস্ত্রোপচার কোথায় করানো হবে তা দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে আবার ক্রিকেটে ফিরতে তার অন্তত ছয় মাস সময় লাগবে।
ঢাকা প্রিমিয়ার লিগ শেষে ক্রিকেটাররা এখন ছুটিতে আছেন। এরই মধ্যে সোমবার নাসিরকে দেখা যায় ক্রাচে ভর দিয়ে বিসিবির চিকিৎসকের কাছে এসেছেন। জানা যায়, তিনি গুরুতর হাঁটুতে চোট পেয়েছেন। তখনই শঙ্কা করা হচ্ছিল লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার, অপেক্ষা ছিল শুধু এমআরআই’র রিপোর্ট জানার।
অবশেষে আজ মঙ্গলবার এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর নাসিরে চোটের অবস্থা জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ওর ডান হাঁটুর লিগামেন্ট ইনজুরির আশঙ্কা করা হচ্ছিল। এমআরআই রিপোর্টন আসার পর আমরা নিশ্চিত হতে পেরেছি। তার অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল পুরোটাই ছিঁড়ে গেছে। যেহেতু পুরোটাই ছিঁড়ে গেছে লিগামেন্ট, তাই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হচ্ছে।
দেবাশীষ চৌধুরী বলেন, কোথায় অস্ত্রোপচারের ব্যবস্থা করা যায় তা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। অস্ত্রোপচারের পর খেলায় ফিরতে মাস ছয়েকের মত সময় লাগবে ওর।
তিনি আরো বলেন, দু-তিন জায়গায় আমরা অ্যাপয়েনমেন্ট নিয়ে রাখছি। দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে, কোথায় করানো হবে নাসিরের অস্ত্রোপচার। তবে আমরা সাধারণত অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, এসব জায়গায় করানোর পরামর্শ দেই।
আর/টিকে