ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুফনের পাশে জুভেন্টাস কোচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ১২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:০৭, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

খেলার শেষ মুহূর্ত। জুভেন্টাস এগিয়ে ৩-০ গোলে। এমন সময় ‘বিতর্কিত’ এক পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। তবে শেষ মুহূর্তের পেনাল্টির সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি জানলুইজি বুফন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোয় অবশেষে লালকার্ড খেয়ে বিদায় নেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে। বিদায় নেয় তার দলও।

অনেকেই তার প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ করেছেন তার সমালোচনা। তবে অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি শিষ্যর প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলছেন, বুফনের তখন এই প্রতিক্রিয়া দেখানোই স্বাভাবিক।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাবো ৩-১ গোলে জেতে জুভেন্টাস। কিন্তু নিজেদের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে হারা আল্লেগ্রির দল শেষ পর্যন্ত ছিটকে যায় ইউরোপ সেরা মঞ্চ থেকে। ম্যাচ শেষে বুফ্ফনের প্রতিক্রিয়ার ব্যাখ্যা দেন কোচ।

তিনি বলেন, ‘ওটা ছিল মানবীয় প্রতিক্রিয়া এবং আমি মনে করি, তাকে বোঝা উচিত ছিল। সেখানে অনেক বিভ্রান্তি ছিল।

“আমি জানি না, এটা জিজির চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচ কিনা কিন্তু সেখানে যোগ করা সময়ের খেলার মাত্র তিন সেকেন্ড বাকি ছিল এবং আমরা ঐতিহাসিক একটা ফলের খুব কাছাকাছি ছিলাম; কিছু একটা সে তার আঙুলের ফাঁক গলে বেরিয়ে যেতে দেখেছে।”

সরাসরি রেফারিকে সমালোচনা না করলেও ম্যাচে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি পদ্ধতি (ভিএআর) থাকার প্রয়োজনীয়তা অনুভব করছেন আল্লেগ্রি।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভিএআর পদ্ধতি ছিল না; তাই আমরা হারলাম। এর বেশি বলার নেই। এটা উয়েফার সমস্যা। আমরা সবসময় বলেছি, বস্তুনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ভিএআর খুবই প্রয়োজনীয়। কিন্তু ভিএআর ছিল না, তাই আমাদের সেটা মেনে নিতে হবে।

সূত্র: ইএসপিএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি