বোলিংয়ে সাকিবের হায়দরাবাদ
প্রকাশিত : ২০:৪৬, ১২ এপ্রিল ২০১৮
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। রান তাড়া করে আগের ম্যাচ জেতায় দলটি এবারও একই পরিকল্পনায় হাঁটলো।
টসে নামার আগে হায়দরবাদের মাঠকে লাকি ভেন্যু আখ্যা দেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তবে তার সেই ‘লাক’ কাজ করেনি টসের ক্ষেত্রে। টস হারলেও হায়দরাবাদের মাঠে আগে ব্যাট করতেও কোনো সমস্যা হওয়ার কথা না মুম্বাইয়ের। কারণ এ স্টেডিয়ামে এখন পর্যন্ত হওয়া ৭৫ শতাংশ ম্যাচই জিতেছে আগে ব্যাট করা দল।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে আসরের উদ্বোধনী ম্যাচে নাটকীয়ভাবে এক উইকেটে হারে মুম্বাই।
আর/টিকে