ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ড্র করেও সেমিতে আর্সেনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ১৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

 

ইউরোপা লিগের শেষ চার নিশ্চিত করেছে আর্সেনাল। সিএসকেএ মস্কোর বিপক্ষে ঘরের মাঠে বড় ব্যবধানে জেতা ইংলিশ ক্লাবটি ফিরতি পর্বে প্রথমে দুই গোল খেয়ে বসেছিল। এতে অঘটনের শঙ্কা জাগলেও শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরাজয় এড়াতে সক্ষম হয়েছে তারা।

বৃহস্পতিবার রাতে ভেব এরেনায় সিএসকেএ মস্কোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্সেন ভেঙ্গারের দল। ফলে দুই লেগ মিলে ৬-৩ ব্যবধানে এগিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। প্রথম পর্বে ৪-১ গোলে জিতেছিল ইংলিশ ক্লাবটি।

নিজেদের মাঠে খেলতে নেমে সিএসকেএ মস্কো শুরুটা করেছিল দুর্দান্ত। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ম্যাচের ৩৯তম মিনিটে গোলের দেখাও পায় দলটি। কাছ থেকে লক্ষ্যভেদ করেন রুশ ফরোয়ার্ড ফিওদর চালোভ।

বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দলটি। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আলেকসান্দ্র গোলোভিনের দূরপাল্লার শট পেতর চেক ঠিকমতো ঠেকাতে ব্যর্থ হন। আলগা বল পেয়ে রুশ ডিফেন্ডার কিরিল নাবাবকিন বল জালে জড়ান।

দুই গোলে পিছিয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ম্যাচের ৭১তম মিনিটে স্বাগতিকদের আরেকটি দূরপাল্লার প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় আর্সেনাল। এর কিছুক্ষণ পরই মূল্যবান গোল পেয়ে যায় অতিথিরা।

ম্যাচের ৭৫তম মিনিটে মোহামেদ এলনেনির সঙ্গে বল দেওয়া-নেওয়ার ফাঁকে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পাল্টা আক্রমণে স্কোরলাইন ২-২ করেন ওয়েলসের মিডফিল্ডার অ্যারন র‌্যামজি।

তথ্যসূত্র: গোল ডটকম

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি