কোহেলিকে উৎসাহ দিতে গ্যালারিতে আনুস্কা
প্রকাশিত : ১৪:৩২, ১৪ এপ্রিল ২০১৮
বিরাট কোহেলি এবং আনুস্কা শর্মা দুই জগতের দুজন বিখ্যাত ব্যক্তি। তাদের নিজ নিজ অবস্থানে তারা চমক দেখিয়ে যাচ্ছে। বিরাট কোহেলি ভারতের জাতীয় ক্রিকেট দলের দল নেতা। ক্রিকেটে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। অপর দিকে আনুস্কা শর্মাও বিনোদন জগতে বেশ প্রভাব বিস্তার করে অভিনয় করে যাচ্ছেন।
গত বছর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের বিবাহ নিয়ে মিডিয়ায় কম আলোচনা-সমালোচনা হয়নি। বিরাট কোহেলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে এবার আইপএলে খেলছেন। আর এবার স্বামী বিরাট কোহেলিকে মাঠে উৎসাহ দিতে আনুস্কা শর্মা গ্যালারিতে এলেন। এসে বিরাটকে উৎসাহ দিলেন।
আনুস্কা শর্মা হর্ষ ধ্বনি দিয়ে বিরাটকে উৎসাহ দিচ্ছেলেন চেন্নাই স্বামী স্টেডিয়ামে।
আনুস্কা শর্মা তার স্বামী বিরাট কোহেলির উদ্দেশ্যে ইথারে চুম্বন দিয়ে স্বামীকে উৎসাহ দিচ্ছেন এমন ছবি দেখা যায়। এই ছবিটাও ভাইরাল হয়েছে বেশ।
তথ্যসূত্র : টাইমস অব ইনডিয়া।
এসএইচ/