বোলিংয়ে সাকিবের হায়দরাবাদ
প্রকাশিত : ২১:৪০, ১৪ এপ্রিল ২০১৮
কলকাতার মাঠ ইডেন গার্ডেনে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আলা হাসানের সানরাইজার্স হায়দরাবাদ।
এর আগের প্রথম দুই ম্যাচেই জিতেছে সাকিবের দল। এই দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে তারা।
আইপিএলের গত ছয় আসরে কলকাতার ইডেন গার্ডেন ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের হোম গ্রাউন্ড। তাই সাকিবের জন্য এই ম্যাচটি ঘরে ফেরার মতোই।
ইনজুরি কাটিয়ে সানরাইজার্সে ফিরেছেন ভুবনেশ্বর কুমার, বাদ পড়েছেন স্বন্দিপ শর্মা।
কলকাতা থেকে বাদ পড়েছেন রিংকু সিং এবং বিনয় কুমার। জায়গা পেয়েছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান শুভমান গিল এবং তরুণ পেসার শিভাম মাভী।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ : ঋদ্ধিমান সাহা, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, মনিশ পান্ডে, সাকিব আল হাসান, ভুবনেশ্বর কুমার, দীপক হুদা, ইউসুফ পাঠান, রশিদ খান, সিদ্ধার্থ কাউল এবং বিলি স্ট্যানলেক।
কলকাতা একাদশ : ক্রিস লিন, শুভমান গিল, সুনিল নারিন, দীনেশ কার্তিক, পিয়ুশ চাওলা, আন্দ্রে রাসেল, নিতীশ রানা, শিভাম মাভী, রবিন উথাপ্পা, মিচেল জনসন এবং কুলদ্বীপ যাদব।
এমএইচ/এসি