দূরদেশ থেকে মোস্তাফিজের নববর্ষের শুভেচ্ছা
প্রকাশিত : ২১:১৯, ১৫ এপ্রিল ২০১৮
পেশার টানে ছুটতে হয় মাঠ থেকে মাঠে। দেশ থেকে আরেক দেশে। কখনো কখনো বড় উপলক্ষকেও বিসর্জন দিতে হয় খেলোয়াড়দের। এদেরই একজন বাংলাদেশি বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান ও সাকিব-আল হাসান। দুজনেই খেলছেন আইপিএলে।
গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের ফেসবুক পেজে মোস্তাফিজ ভক্তদের প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে পেসার মোস্তাফিজ টাইগার ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, দলের সঙ্গে থাকলে এই দিনটি উদযাপন করতাম। আশা করছি, সবাই দিনটিকে উদযাপন করছেন। দূরদেশে থাকলেও আমি দিনটিকে উপভোগ করছি।
এমজে/