ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আইপিএল আসরে নারী নির্যাতনের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ১৫ এপ্রিল ২০১৮

নারী নির্যাতনের কালো থাবা থেকে মুক্তি পেল না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল)এবারের আসর। অভিযোগ উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে অশালীন ব্যবহারের মুখোমুখি হয়েছেন এক নারী।শনিবার এই খবর প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম। তবে অভিযোগকারী নারী কিংবা অভিযুক্ত কর্মচারীর পরিচয় প্রকাশ করেনি মুম্বাই পুলিশ।

মুম্বাই-এর ওয়াংখেড়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্টেডিয়ামের এক কর্মচারি কর্তৃক হেনস্থার শিকার হন এক নারী।আইপিএলের চলতি আসরের পর্দা উঠেছিল এই স্টেডিয়ামেই।

এদিকে মুম্বাই থানা পুলিশ অভিযোগ আমলে নিয়ে ওই কর্মচারীকে গ্রেফতার করেছে এবং পরবর্তী শুণানির জন্য আদালতে প্রেরণও করা হয়েছে।তবে এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছতে পারেনি পুলিশ। 

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি