মোনাকোকে ৭-১ গোলে হারিয়ে শিরোপা পিএসজির
প্রকাশিত : ১১:৪৭, ১৬ এপ্রিল ২০১৮
নেইমার-এমবাপ্পেকে ছাড়াই মোনাকোকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই সপ্তম লিগ ওয়ান জয় নিশ্চিত করল নেইমারের দল।
মৌসুমের শুরুর দলবদলে পিএসজি এখন নেইমার-এমবাপ্পের দল। কাল অবশ্য বিশ্বের সবচেয়ে দামি দুই খেলোয়াড় মাঠে ছিলেন না। পায়ের চোটে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন নেইমার। আর সাবেক দল মোনাকোর বিপক্ষে কাল একাদশে রাখা হয়নি কিলিয়ান এমবাপ্পেকে। বদলি হিসেবেও নামতে হয়নি তাঁকে। কাভানি-লো চেলসো-ডি মারিয়াদের দাপটে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন দেখেননি কোচ উনাই এমেরি।
প্রথমার্ধে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া পিএসজি ৭-১ ব্যবধানে জিতে লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করেছে।
এ জয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে মুকট ফিরে পেল পিএসজি। শেষ ছয় বছরে পঞ্চম এবং সব মিলিয়ে সপ্তম লিগ শিরোপা জিতল দলটি।
ম্যাচের চতুর্দশ মিনিটে দানি আলভেসের বাড়ানো বল লক্ষ্যে পৌঁছে দিয়ে পিএসজিকে এগিয়ে নেন লো সেলসো। তিন মিনিট পর জোরালো হেডে ব্যবধান দ্বিগুণ করেন দলটির উরুগুইয়ান ফরোয়ার্ড এদিনসন কাভানি।
২০তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় পিএসজি। কাভানির বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া।
সাত মিনিট পর মোনাকোর ম্যাচে ফেরার আশা অনেকটাই শেষ হয়ে যায়। স্বদেশি হাভিয়ের পাস্তোরের বাড়ানো বল নিখুঁত হেডে ঠিকানায় পৌঁছে স্কোরলাইন ৪-০ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার লো সেলসো। প্রথমার্ধের শেষ দিকে রনি লোপেসের গোলে ব্যবধান কমায় মোনাকো।
৫৮তম মিনিটে পাস্তোরের বাড়ানো বল তার স্বদেশি দি মারিয়া লক্ষ্যে পৌঁছে দিলে আরও কোণঠাসা হয়ে পড়ে মোনাকো। ৭৬তম মিনিটে রাদামেল ফালকাও আত্মঘাতী গোল করলে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। ৮৬তম মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইউলিয়ান ড্রাক্সলার।
৩৩ ম্যাচে ২৮ জয় ও তিন ড্রয়ে ৮৭ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করল পিএসজি। ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোনাকো।
/ এআর /