ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাবিনাকে আবারো চায় ভারতের ক্লাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ১৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:৪৩, ১৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন প্রথমবারের মতো ভারতের উইমেন্স লিগে খেলতে গিয়ে মাঠ মাতিয়ে এসেছেনতার কৃতিত্বে তামিলনাড়ু সিথু এফসি সেমিফাইনালে উঠে

সিথু এফসির হয়ে ৭ ম্যাচে  ১১ গোলের মধ্যে ৭টিই করেছেন তিনি। এর ফলে আগামী মৌসুমের জন্য সাবিনাকে আগাম বুকিং দিয়ে রেখেছে এ ক্লাবটি।

দেশে ফিরে সাবিনা বলেন, `আমি সাবিনা সব সময় টাকার জন্য খেলি না। বিদেশে খেলতে গেলে দেশের সম্মান বাড়ে, সঙ্গে আমার সম্মানও বাড়ে। তাই খেলি। এ ছাড়া ভালো করতে পারলে ভবিষ্যতে আমাদের চাহিদা বাড়বে। সে চিন্তাও করি।

এসময় তিনি সংবাদমাধ্যমে মেয়েদের ঘরোয়া লিগের দাবি তোলেন। এ কথা সত্য যে, মেয়ে ফুটবলাররা একের পর এক আন্তর্জাতিক সাফল্য এনে দিলেও তাদের জন্য কোনো ঘরোয়া লিগের আয়োজন করছেনা বাফুফে। ঘরোয়া লিগ হলে ফুটবলারদের আয়েরও একটা ব্যাপার থাকে।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি