স্পিনের জাদুকর মুরালিধরনের জন্মদিন আজ
প্রকাশিত : ১৮:২৭, ১৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৪৬, ১৭ এপ্রিল ২০১৮
শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়াহ মুরালিধরনের ৪৬তম জন্মদিন আজ। ১৯৭২ সালের ১৭ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে অবস্থিত অন্যতম বৃহত্তম শহর ক্যান্ডি থেকে উঠে এসেছেন তিনি। ক্রিকেটে তার বিশ্বজয়ের পথটা কখনই মসৃণ ছিল না।
তার বোলিং অ্যাকশনকে বারবার প্রশ্নবিদ্ধ করে মুরালির ক্যারিয়ারই হুমকির মুখে ফেলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার আম্পায়ার ড্যারেল হেয়ার। কিন্তু সব বাধা টপকে মুরালি ঠিকই পা রেখেছেন সাফল্যের সর্বোচ্চ শিখরে। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
তার সংগ্রহ টেস্টে ৮০০ ও ওয়ানডেতে ৫৩৪ উইকেট নিয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। মুরালি ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন তার জাদুকরী স্পিনের জন্য।
কেআই/টিকে