ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শুরুতেই বিপর্যয়ে মুম্বাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ১৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৩৫, ১৮ এপ্রিল ২০১৮

ইন্ডিয়ান প্রিমিয়া লিগে (আইপএল) নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে মুম্বাইয়ের বিরুদ্ধে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলির এ কৌশলী অবস্থানের ফলও পেয়ে যায় খেলার প্রথম ওভারেই।

ম্যাচের শুরুতেই পর পর দুই বোলে ২ উইকেট তুলে নেয় কোহলির দল। অন্যদিকে গুরুত্বপূর্ণ দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুম্বাইয়ের সংগ্রহ দুই ওভারে ২ উইকেট হারিয়ে ১৫ রান।

আইপএলে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের মোড় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে টান টান উত্তেজনায়। কিন্তু জয়ের দেখা পাচ্ছে না দলটি। ফিনিশিংয়ের মুহূর্তে বা শেষ ওভারেই খেই হারিয়ে মোস্তাফিজুর রহমানদের পরাজয়কে বরণ করতে হয়েছে তিন বার। শোচনীয় অবস্থায় থেকে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ মাঠে নামছে তারা।

রোহিত শর্মার নেতৃত্বে থাকা ক্লাব মুম্বাই ইন্ডিয়ান্স তিন ম্যাচের তিনটিতে হেরে তলানিতে রয়েছে। অন্যদিকে মুম্বাইয়ের মতো তিনটি ম্যাচ খেললেও বেঙ্গালুরুর জয় রয়েছে একটি ম্যাচে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ছিল তাদের একমাত্র জয়।

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি