ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মুম্বাইয়ের রাস্তায় ব্যাট হাতে শচীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ১৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৩৫, ১৮ এপ্রিল ২০১৮

এসময় ব্যাট হাতে সারাবিশ্বে কাপিয়েছেন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৩ সালে। কিন্তু ব্যাট হাতে আজও সাবলীল তিনি। আইপিএলের ভরা বাজারে এবার ব্যাট হাতে রাস্তায় নেমে পড়লেন মাস্টার ব্লাস্টার।

৫ বছর পর আবার ব্যাট হাতে ধরলেন তিনি। মুম্বাই এর রাস্তায়। তিনি ‘মাস্টার-ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার।সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

মুম্বাই-এর একটি কনস্ট্রাকশন সাইটের পাশে কয়েকজন ছেলের সঙ্গে ক্রিকেট খেলছেন শচীন। ভিডিওতে দেখা যাচ্ছে নিজের গাড়ি থেকে নেমে ‘স্ট্রিট ক্রিকেটার’দের সঙ্গে ব্যাট হাতে ধরলেন। আবারও বল পেটালেন নিজস্ব ভঙ্গিমায়। টুইটারে এই ভিডিও পোস্ট করেছেন বিনোদ কাম্বলি। সঙ্গে সঙ্গে ভাইরাল হয় ভিডিওটি।

একটি কনস্ট্রাকশন সাইটের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই ঘটনাটি ঘটে। শচীন বন্ধুরা গাড়ি থেকে তাকে নামতে বারণ করলেও তিনি তা শোনেনি। ছেলেদের সঙ্গে কয়েকটি শট খেলেন। কিন্তু বেশিক্ষণ না, তারপরেই আস্তে আস্তে ভিড় হতে শুরু করে। ‘লিটিল মাস্টারে’র ফ্যানেরা সেলফিও তোলে অনেক।

তথ্যসূত্র: এবেলা।

 টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি