ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শামিকে কলকাতা পুলিশের জিজ্ঞাসাবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ১৯ এপ্রিল ২০১৮

মুহাম্মদ শামির দাবি করেছেন তার বিরুদ্ধে তোলা হাসিনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি অভিযোগের সত্য-মিথ্যা যাচাইয়ে কলকাতা পুলিশকে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস টিম ইন্ডিয়ার তারকা পেসারের৷

গত মঙ্গলবার মুহাম্মদ শামিকে গার্হ্যস্থ হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে ডেকে পাঠায় কলকাতা পুলিশ৷ পাশাপাশি শামির দাদা মুহাম্মদ হাবিবকেও ধর্ষণ ও খুনের চেষ্টার মামলায় লালবাজারে তলব করা হয়৷ বুধবার দুপুর ২টো নাগাদ শামির কলকাতা পুলিশের সদর দফতরে আসার কথা ছিল৷

প্রাথমিকভাবে আইনজীবী মারফৎ শামি আইপিএলের পরে তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করার অনুমতি চাইলেও পরে কলকাতায় থেকে যাওয়া মনস্থির করেন৷ দিল্লি ডেয়ারডেভিলস কেকেআরের বিরুদ্ধে ইডেন ম্যাচের পরের দিন কলকাতা ছাড়লেও অতিরিক্ত একদিন শহরে থেকে যান ভারতীয় ক্রিকেটার৷

পুলিশের নির্দেশ মতো বুধবার দুপুরেই লালবাজারে হাজির হন শামি৷ তার দাদা মুহাম্মহ হাবিবও দ্বিতীয় দফায় কলকাতা পুলিশের উইমেন্স গ্রিভ্যান্স সেলের আধিকারিকদের সঙ্গে দেখা করেন৷ দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পুলিশের জিজ্ঞাসাবাদের জবাবে শামি হাসিনের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন৷ পুলিশের তরফে শামিকে পুনরায় যে কোনও সময় তলব করা হতে পারে বলে জানানো হয়েছে৷

কলকাতা পুলিশ শামিকে দিল্লি ডেয়ারডেভিলে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে৷ কলকাতা থেকে সোজা বেঙ্গালুরু উড়ে যাওয়ার কথা শামির, যেখানে তার দল আইপিএলের পরবর্তী ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছে৷ কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (ক্রাইম) প্রবীণ ত্রিপাঠী সাংবাদিকদের বলেন, শামির আইপিএল খেলা নিয়ে আমরা কোনও আপত্তি তুলিনি৷ তবে ওকে যে কোনও সময় ডাকা হতে পারে বলে জানানো হয়েছে৷ শামি তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে৷

তথ্যসূত্র: কলকাতা ২৪ঘণ্টা।ৎ
এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি