ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

শচীনকে কেনো ধন্যবাদ জানালেন বিরাট?   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৪, ২১ এপ্রিল ২০১৮

টাইম ম্যাগাজিনে ২০১৮-এর ১০০জন প্রভাবশালী ব্যাক্তির তালিকায় রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের ২০১৭টা দারুণ কেটেছে। শুধু ২০১৭ নয় বেশ কয়েক বছর ধরেই তিনি তার সেরা সময় কাটাচ্ছেন।      

এখানেই চমকের শেষ নয়। আসল চমক তো অন্য জায়গায়। টাইম ম্যাগাজিনে বিরাট কোহালির প্রোফাইলের লেখক স্বয়ং শচীন টেন্ডুলকার। আর সে কারণেই শচীনকে ধন্যবাদ জানিয়েছেন বিরাট কোহালি। টুইটে তিনি লেখেন, ধন্যবাদ শচীন, আমাকে নিয়ে লেখার জন্য। টাইম ম্যাগাজিনের ১০০ জনের তালিকায় জায়গা পেয়ে আমি গর্বিত। 

টেন্ডুলকার সেই সময়ের কথা লিখেছেন, যখন তিনি প্রথম কোহালিকে দেখেছিলেন। তিনি লেখেন, ২০০৮এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। যেখান থেকে উঠে এসেছিল ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্ম। সেই সময় আমি প্রথম ওকে দেখি ভারতের নেতৃত্ব দিতে। আর আজ বিরাট কোহালির নাম মুখে মুখে ঘোরে। 

সচিন লিখেছেন, আমার বাবা বলতেন, তুমি যদি তোমার কাজের প্রতি একনিষ্ঠ হও তা হলে একদিন তোমার নিন্দুকেরা তোমার পথ অনুসরণ করবে।   

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি