যে কারণে বাদ পড়লেন মোসাদ্দেক
প্রকাশিত : ১৩:৫২, ২২ এপ্রিল ২০১৮
সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটার হিসেবে আলোচনায় ছিলেন মোসাদ্দেক হোসেন। জাতীয় দলে সুযোগ পেয়ে দেখিয়েছেন প্রতিভার ঝলক। কিন্তু গত বছর চোখের সংক্রমণের কারণে একটা লম্বা সময় মাঠের বাইরে ছিলেন এই তরুণ ব্যাটসম্যান। আর এটাই কাল হল তার।
সুস্থ হয়ে ফেরার পর জাতীয় দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন মোসাদ্দেক। কিন্তু একেবারে খারাপ করেননি। আর ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং অর্ডারে ওলোট-পালোটের কারণে সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগই পাননি মোসাদ্দেক। অসুস্থতার ওপর কারও হাত না থাকলেও কার্যত সে কারণেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হয়েছে এ ব্যাটসম্যানকে।
বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড এবার নীতিগতভাবে আগেই ঠিক করে রেখেছিল, যারা টেস্ট এবং ওয়ানডে দলের নিয়মিত সদস্য- তারাই চুক্তিতে অগ্রাধিকার পাবেন। তাদের রেখেই চুক্তিভুক্ত ক্রিকেটারের তালিকা প্রনয়ণ করা হবে। যাদের চুক্তির আওতায় রাখা হয়েছে তাদের নাম থেকেই বিষয়টি পরিষ্কার। ১০জন হলেন- মাশরাফি, তামিম, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, মুমিনুল, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজ, রুবেল ও তাইজুল।
তবে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, মোসাদ্দেকের বাদ পড়ার কারণ পারফরম্যান্স নয়। তিনি বলেন, মোসাদ্দেক তো লম্বা সময় দলের বাইরে ছিল। তার চিকিৎসাও বিসিবি করিয়েছে। তার ক্ষমতা আছে। ভালো করতে থাকলে নিশ্চয়ই চুক্তিতে ঢুকে যাবে। তবে শুধু জাতীয় দলের পারফরম্যান্স নয়। মোসাদ্দেককে বাদ দেওয়ার পেছনে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সও বিবেচনায় আনা হয়েছে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বিসিএলেও ভালো করতে পারেননি। তবে পঞ্চম রাউন্ডের শেষদিনে রাজশাহীতে সেঞ্চুরি করেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
মোসাদ্দেকের আচরণ ও খেলার প্রতি দায়বদ্ধতা নিয়েও অনেকের প্রশ্ন আছে। এই কারণটাই নাকি বড় করে দেখা হয়েছে। প্রধান নির্বাচক অবশ্য বিষয়টা সামনে আনতে চাননি। কেন্দ্রীয় চুক্তি থেকে ছয় ক্রিকেটারের বাদ পড়ার কারণ হিসেবে দেখান হয়েছে বাজে পারফরম্যান্স। কিন্তু মোসাদ্দেকের ক্ষেত্রে সেটা বলা যাবে না।
এভাবে চুক্তি থেকে বাদ পড়ায় হতাশ মোসাদ্দেক। তিনি বলেন, চোখের সংক্রমণের কারণে দীর্ঘদিন তো খেলতেই পারিনি। এছাড়া বিপিএলেও ঠিকমতো ব্যাটিংয়ের সুযোগ পাইনি। ব্যাটিং অর্ডারে ওলোট-পালোট হওয়ায় সমস্যা হয়েছে। আশা করছি এই সমস্যা কাটিয়ে দ্রুতই ছন্দে ফিরব।
একে// এআর