নিষেধাজ্ঞার সময়ে বিয়ে করবেন স্মিথ
প্রকাশিত : ২৩:১১, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:২৮, ১৬ জুলাই ২০১৯
বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। এক বছর ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের কাছে অপেক্ষা শব্দটা এখন আতঙ্কের নাম। কদিন আগেও অস্ট্রেলিয়ার অধিনায়ক ও সহ অধিনায়কের দায়িত্বে থাকা এ দুজনকে এখন লম্বা বিরতিতে থাকতে হচ্ছে। ওয়ার্নার বাড়ি নির্মাণ নিয়ে সময় কাটালেও স্মিথকে ক্রিকেট থেকে দূরে থাকতে হবে বাগদত্তাকে বিয়ের পরিকল্পনা করে!
গতকাল ওয়ার্নারের একটি ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায় রাস্তার পাশে হাঁটতে হাঁটতে অদৃশ্য ব্যাট নিয়ে অনুশীলন করছিলেন এই ওপেনার। চাইলেও এ খেলার চিন্তা মাথা থেকে দূর করতে পারছেন না। স্মিথ অবশ্য ক্রিকেট নিয়ে এতটা ভাবছেন না। তাঁর বাবা পিটার স্মিথ এমনটাই দাবি করেছেন। ডেইলি টেলিগ্রাফের সঙ্গে কথোপকথনে পিটার বলেছেন, চারপাশের সমালোচনা থেকে বাঁচতে অস্ট্রেলিয়াতেই নেই স্টিভ!
স্মিথ তাই ক্রিকেট থেকে মনোযোগ সরিয়ে নিয়েছেন। আর এ কাজে তাকে সহযোগিতা করছেন হবু স্ত্রী ডেনিয়েল উইলিস। পিটার স্মিথ জানিয়েছেন, ‘সে (ডেনি) দারুণ সমর্থন দিয়েছে। স্মিথকে সাহস দিয়েছে, অলস সময়টা পার করতে সাহায্য করেছে। ওরা এখন বিয়ে নিয়েই ভাবছে-এটাই ওদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্টিভ আপাতত অস্ট্রেলিয়ার বাইরে সময় কাটাচ্ছে। ওর এখন একটু দূরে থাকা দরকার। ওর নিজেকে ফিরে পেতে, ধীরে ধীরে আগের অবস্থায় পৌঁছাতে এখন এটাই সবচেয়ে বেশি দরকার।’
কেআই/এসি