বিশ্বব্যাপী ক্রিকেটারদের কার বেতন কেমন?
প্রকাশিত : ১৪:৫২, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:৫৭, ২৩ এপ্রিল ২০১৮
আইপিএল আসার পরই ক্রিকেটারদের বেতন হুহু করে বাড়তে আরম্ভ করে। বিশেষ করে ভারতীয় ক্রিকেটারদের বেতন তো আকাশচুম্বী। জানা যায়, প্রতিটি দেশই সরকারিক খাতে সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে ক্রিকেটারদের। এ কাতারে এগিয়ে আছে ভারত। আর তাতে বিশ্বের বিভিন্ন দেশে খেলে খেলোয়াড়দের আয় ছাড়িয়ে গেছে সব রেকর্ড।
আসুন জেনে নিই ক্রিকেটারদের মধ্যে কার আয় সবচেয়ে বেশি? বিভিন্ন সূত্র ঘেটে দেখা গেছে, চুক্তি বাতিলের আগে ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বাৎসরিক বেতন ছিল স্টিভ স্মিথের। প্রতি বছর তার আয় ছিল ১৪ লাখ ৭০ হাজার ডলার। এর পরই আছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। তার বেতন বছরে ১৩ লাখ ৮০ হাজার ডলার।
ভারতের অধিনায়ক ভিরাট কোহলি আছেন তৃতীয় অবস্থানে। তার আয় বছরে ১০ লাখ ডলার প্রতি বছর।
বিভিন্ন দেশে সর্বোচ্চ আয় করা ক্রিকেটারের বার্ষিক বেতন (বাংলাশি টাকায়)
•স্টিভ স্মিথ (চুক্তি বাতিল)- ১২ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকা
•জো রুট- ১১ কোটি ৪৫ লাখ ২৩ হাজার টাকা
•ভিরাট কোহলি- ৮ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা
•ফ্যাফ ডু প্লেসি- ৩ কোটি ৬৫ লাখ টাকা
•অ্যাঞ্জেলো ম্যাথুজ- ২ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার টাকা
•সরফরাজ আহমেদ- ২ কোটি ৪৮ লাখ ৯২ হাজার টাকা
•জেসন হোল্ডার- ২ কোটি ২৪ লাখ টাকা
•কেন উইলিয়ামসন- ২ কোটি ৭ লাখ ৪৭ হাজার টাকা
•সাকিব আল হাসান- ১ কোটি ১৬ লাখ ১৪ হাজার টাকা
সূত্র: বিবিসি বাংলা
এমজে/