ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেইমারের উচিত আবারো স্পেনে ফেরা: রিভালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:১৯, ২৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী তারকা রিভালদোর মতে, বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হতে চাইলে নেইমারের উচিত হবে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) ছেড়ে আবারো স্পেনে ক্যারিয়ার শুরু করা। ১৯৯৮ ২০০২ সালের বিশ্বকাপ তারকা রিভালদো স্থানীয় গণমাধ্যমে বলেছেন, নেইমারের বার্সায় ফেরাটা যদিও জটিল, কারণে রিয়াল মাদ্রিদের বিষয়টি সে বিবেচনায় নেওয়া উচিত।

রিভালদো বলেন, নেইমার অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে, কিন্তু পিএসজিতে থাকাকালিন সেটা সম্ভব নয়। এজন্য তাকে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) ছাড়তে হবে। সে বিশ্বের সেরা হতে পারবে, সেটা শুধু স্পেনেই সম্ভব। এই মুহূর্তে তার বার্সেলোনায় ফেরা কঠিন হলেও রিয়ালে সে সুযোগটি নিতে পারে।

উল্লেখ্য, গত বছর রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। এর মধ্য দিয়ে ফুটবলের ইতিহাসে নিজেকে সবচেয়ে দামী ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্প্যানিশ গণমাধ্যম রিয়াল মাদ্রিদে তার যাবার বিষয়টি নিয়ে ইঙ্গিত দিলেও পিএসজি থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে চুক্তির শর্তানুযায়ী তাকে ছাড়ার কোনো উপায় নেই।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি