ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বিশ্ব একাদশে খেলবেন সাকিব-তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:১৯, ২৪ এপ্রিল ২০১৮

বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের খেলতে যাচ্ছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী ৩১ মে লর্ডসে একমাত্র প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ।

সাকিব, তামিমের মতো বিশ্ব একাদশের হয়ে খেলবেন আফগান স্পিনার রশিদ খান। বর্তমানে রশিদ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ বোলার।

ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুটি স্টেডিয়াম। স্টেডিয়াম দুটির মেরামত করতে অনেক অর্থের  প্রয়োজন। এ অর্থের জোগান দিতেই এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বিপক্ষে মাঠে নামতে যাওয়া বিশ্ব একাদশের হয়ে খেলবেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসেরা পেরেরা। এই ম্যাচে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ওয়েন মরগান।

এমন খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তামিম আইসিসির বিবৃতিতে বলেছেন, ‘যদি ক্রিকেট বিশ্ব ক্ষতিগ্রস্ত ভেন্যুর নির্মাণে ছোট্ট ভূমিকা রাখতে পারি তাহলে এটা হবে খুবই ছোট প্রতিদান। বিপরীতে যার ফলাফল হবে সুদূরপ্রসারী।’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ ম্যাচের নেতৃত্ব দেবেন কার্লোস ব্র্যাথওয়েট। তাদের পক্ষে খেলবেন ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস ও আন্দ্রে রাসেলের মতো তারকা। এর আগে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানেও খেলেছেন তামিম ইকবাল।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি